বগুড়া প্রতিনিধি
বগুড়ায় বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে বাবর আলী (৫০) নামে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে শহরের ফুলবাড়ি বারুনীমেলা এলাকায় করতোয়া নদীর ব্রিজের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নারুলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বাবর আলী পেশায় মুদি দোকানি ছিলেন। তিনি বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকাশতারা এলাকার মৃত রমজান আলীর ছেলে।
নিহতের মেয়ে বিনা খাতুন বলেন, ‘আমার বাবার ধাওয়া পাড়া এলাকায় মুদি দোকান রয়েছে। রাতে দোকান থেকে বাড়িতে ফেয়ার পথে বাড়ির সামনে থেকে ১০-১৫ জন দুর্বৃত্ত তুলে নিয়ে যায়। তাদের বেশির ভাগেরই মুখ ঢাকা ছিল। পরে জানতে পারি আমার বাবাকে গলাকেটে হত্যা করে মরদেহ ব্রিজের ওপর ফেলে তারা পালিয়ে গেছে।’
বেলাল নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘সকালে আমি হাঁটার জন্য বের হয়েছিলাম। ব্রিজের ওপর গেলে একটা গলাকাটা মরদেহ দেখতে পাই। সবাইকে জানিয়ে সেখান থেকে চলে আসি। পরে জানতে পারি পুলিশ মরদেহ নিয়ে গেছে।’
নারুলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাজ্জাদ হোসেন বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে বাড়ির সামনে থেকে বাবর নামে ওই ব্যক্তিকে একদল দুর্বৃত্ত তুলে নিয়ে গলাকেটে হত্যা করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
বগুড়ায় বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে বাবর আলী (৫০) নামে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে শহরের ফুলবাড়ি বারুনীমেলা এলাকায় করতোয়া নদীর ব্রিজের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নারুলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বাবর আলী পেশায় মুদি দোকানি ছিলেন। তিনি বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকাশতারা এলাকার মৃত রমজান আলীর ছেলে।
নিহতের মেয়ে বিনা খাতুন বলেন, ‘আমার বাবার ধাওয়া পাড়া এলাকায় মুদি দোকান রয়েছে। রাতে দোকান থেকে বাড়িতে ফেয়ার পথে বাড়ির সামনে থেকে ১০-১৫ জন দুর্বৃত্ত তুলে নিয়ে যায়। তাদের বেশির ভাগেরই মুখ ঢাকা ছিল। পরে জানতে পারি আমার বাবাকে গলাকেটে হত্যা করে মরদেহ ব্রিজের ওপর ফেলে তারা পালিয়ে গেছে।’
বেলাল নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘সকালে আমি হাঁটার জন্য বের হয়েছিলাম। ব্রিজের ওপর গেলে একটা গলাকাটা মরদেহ দেখতে পাই। সবাইকে জানিয়ে সেখান থেকে চলে আসি। পরে জানতে পারি পুলিশ মরদেহ নিয়ে গেছে।’
নারুলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাজ্জাদ হোসেন বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে বাড়ির সামনে থেকে বাবর নামে ওই ব্যক্তিকে একদল দুর্বৃত্ত তুলে নিয়ে গলাকেটে হত্যা করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
সিলেটের কোম্পানীগঞ্জে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে করা গণ-অনশন ও অবস্থান কর্মসূচি থেকে পর্যটকবাহী প্রাইভেট কার, বাসসহ একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার টুকেরবাজারে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।
১ মিনিট আগেবাগেরহাট জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকেরা। বিভিন্ন স্থান থেকে আসা মাধ্যমিক পর্যায়ের কিছু শিক্ষক আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে মানববন্ধন করেন।
২ মিনিট আগেঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়ায় হামলার শিকার হয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহমুদ হোসেন রিপন। হামলার অভিযোগ উঠেছে বিএনপিসংশ্লিষ্ট একদল নেতা-কর্মীর বিরুদ্ধে।
৬ মিনিট আগেহালুয়াঘাটে অনুমোদনবিহীন কারখানায় শিশুখাদ্য তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার উপজেলার কৈচাপুর ইউনিয়নের বড়দাসপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় আইস ললি, তেঁতুলের চাটনিসহ বেশ কিছু পণ্য ধ্বংস করা হয়েছে।
১৮ মিনিট আগে