ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়ায় হামলার শিকার হয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহমুদ হোসেন রিপন। হামলার অভিযোগ উঠেছে বিএনপিসংশ্লিষ্ট একদল নেতা-কর্মীর বিরুদ্ধে।
আজ মঙ্গলবার (১ জুলাই) সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিএনপির বহিষ্কৃত নেতা ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামসুল আলমের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি সংঘবদ্ধ দল রিপনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁর গায়ে থাকা জামাকাপড় ছিঁড়ে ফেলে প্রকাশ্যে মারধর করা হয়। হামলায় তিনি আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলাকারীরা রিপনকে মারধর করে কচুয়া বাজার থেকে সেন্টারের বাজারে নেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
অভিযুক্ত ইউপি সদস্য শামসুল আলম বলেন, ‘চেয়ারম্যানের ওপর হামলার খবর শুনে আমি ঘটনাস্থলে যাই। বরং আমি তাকে রক্ষা করার চেষ্টা করি। বিএনপির কিছু নেতা-কর্মীই তাকে মারধর করেছে।’
শামসুল আলম আরও দাবি করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রিপনের অবস্থানের কারণেই আজকের এই উত্তেজনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, রিপনের সঙ্গে শামসুল আলমের দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধ রয়েছে। চলতি বছরের আগস্ট মাসে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির তৃণমূল পর্যায়ে সক্রিয়তা বাড়ায় উত্তেজনা বাড়তে থাকে। ওই সময় রিপনকে চেয়ারম্যান পদ থেকে সরানোর চেষ্টা চালানো হয় বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জানতে রিপনকে ফোন দেওয়া হলে তাঁকে পাওয়া যায়নি।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা আজকের পত্রিকাকে জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জানা গেছে, কাঁঠালিয়া উপজেলার রাজনৈতিক অঙ্গনে বর্তমানে অস্থিরতা বিরাজ করছে। উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নের চেয়ারম্যান রাজনৈতিক চাপে আত্মগোপনে রয়েছেন। কাঁঠালিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মারা গেছেন। রিপনও একসময় পলাতক ছিলেন। তবে বর্তমানে প্রকাশ্যে এসেছেন।
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়ায় হামলার শিকার হয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহমুদ হোসেন রিপন। হামলার অভিযোগ উঠেছে বিএনপিসংশ্লিষ্ট একদল নেতা-কর্মীর বিরুদ্ধে।
আজ মঙ্গলবার (১ জুলাই) সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিএনপির বহিষ্কৃত নেতা ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামসুল আলমের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি সংঘবদ্ধ দল রিপনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁর গায়ে থাকা জামাকাপড় ছিঁড়ে ফেলে প্রকাশ্যে মারধর করা হয়। হামলায় তিনি আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলাকারীরা রিপনকে মারধর করে কচুয়া বাজার থেকে সেন্টারের বাজারে নেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
অভিযুক্ত ইউপি সদস্য শামসুল আলম বলেন, ‘চেয়ারম্যানের ওপর হামলার খবর শুনে আমি ঘটনাস্থলে যাই। বরং আমি তাকে রক্ষা করার চেষ্টা করি। বিএনপির কিছু নেতা-কর্মীই তাকে মারধর করেছে।’
শামসুল আলম আরও দাবি করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রিপনের অবস্থানের কারণেই আজকের এই উত্তেজনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, রিপনের সঙ্গে শামসুল আলমের দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধ রয়েছে। চলতি বছরের আগস্ট মাসে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির তৃণমূল পর্যায়ে সক্রিয়তা বাড়ায় উত্তেজনা বাড়তে থাকে। ওই সময় রিপনকে চেয়ারম্যান পদ থেকে সরানোর চেষ্টা চালানো হয় বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জানতে রিপনকে ফোন দেওয়া হলে তাঁকে পাওয়া যায়নি।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা আজকের পত্রিকাকে জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জানা গেছে, কাঁঠালিয়া উপজেলার রাজনৈতিক অঙ্গনে বর্তমানে অস্থিরতা বিরাজ করছে। উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নের চেয়ারম্যান রাজনৈতিক চাপে আত্মগোপনে রয়েছেন। কাঁঠালিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মারা গেছেন। রিপনও একসময় পলাতক ছিলেন। তবে বর্তমানে প্রকাশ্যে এসেছেন।
রাজধানীর উত্তরায় ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ পাঠ করা হয়েছে। এ সময় নয় দফা দাবি প্রস্তাবনা করা হয়েছে। উত্তরার মুগ্ধ মঞ্চে আজ মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় এ ঘোষণা পত্র পাঠ করেন জুলাই বিপ্লবে গুলিতে আহত তরুণ রাইসুল ইসলাম রাতুল। অনুষ্ঠানটির আয়োজন করে উত্তরার সাধারণ ছাত্র জনতার ব্যানারে।
৩৯ মিনিট আগেবিদেশে পাঠানোর নামে প্রতারণা করে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি কথিত ট্রাভেল এজেন্সির মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, উত্তরা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কাউন্সিলের মালিক আতিকুল হক ওরফে আতিফ (৪৫) ও লাকী আক্তার (৪০) এবং তাদের সহযোগী নাছির সিকদার (২১)।
৪৪ মিনিট আগেপটুয়াখালীর বাউফলে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ফাহিম বয়াতি (১৮) নামের এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের ভাংরা গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেভোলার তজুমদ্দিন উপজেলায় চাঁদার দাবিতে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ইকবাল হোসেন লিটন ও সাধারণ সম্পাদক মো. সেলিম স্বাক্ষরিত...
১ ঘণ্টা আগে