Ajker Patrika

শ্রমিকদের কর্মসূচিতে বাস-প্রাইভেট কার ভাঙচুর

সিলেট প্রতিনিধি
গণ-অনশন ও অবস্থান কর্মসূচি থেকে গাড়ি ভাঙচুর করা হয়। ছবি: সংগৃহীত
গণ-অনশন ও অবস্থান কর্মসূচি থেকে গাড়ি ভাঙচুর করা হয়। ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে করা গণ-অনশন ও অবস্থান কর্মসূচি থেকে পর্যটকবাহী প্রাইভেট কার, বাসসহ একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার টুকেরবাজারে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাস, প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশাসহ পাঁচটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

তবে পুলিশ দুটি গাড়ি ভাঙচুরের তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন কোম্পানীগঞ্জের দক্ষিণ ঢালারপাড় গ্রামের বাসিন্দা আব্দুর রহিম ও শান্ত।

জানা গেছে, আজ দ্বিতীয় দিনের মতো সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বালু-পাথরশ্রমিকদের নিয়ে সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের সামনে সিলেট জেলা পাথর-সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতি, গণ-অনশন ও অবস্থান কর্মসূচি পালিত হয়। পাঁচ ঘণ্টার কর্মসূচি পালনের পর আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে টুকেরবাজার এলাকায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে আসেন। সেখানে লাঠিসোঁটা, বাঁশসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন এবং নানা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে একটি বাস, দুটি প্রাইভেট কার ও দুটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। এ সময় আন্দোলনকারীরা টুকেরবাজারের সড়কে দেড় ঘণ্টা অবস্থান নেন। পরে কোম্পানীগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুজন কর্মকার আজকের পত্রিকাকে বলেন, ‘তারা সড়ক অবরোধ করে একটি বাস ও একটি প্রাইভেট কার ভাঙচুর করে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে আসি এবং পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

চীনের নতুন হাইপারসনিক এয়ারক্র্যাফট, গতি ঘণ্টায় প্রায় ১৫ হাজার কিলোমিটার

উপদেষ্টা আসিফ মাহমুদের এনপিবি পিস্তল কী ধরনের আগ্নেয়াস্ত্র

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত