Ajker Patrika

ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১ 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৪: ২৯
ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১ 

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের ভাঙ্গুড়া পৌরসভার বড়ালব্রীজ রেল সেতুসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি যেহেতু রেলওয়ের, তাই সিরাজগঞ্জ জিআরপি থানাকে অবহিত করা হয়েছে।’ 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে পৌরসভার বড়ালব্রীজ স্টেশনের রেল ব্রিজসংলগ্ন রেললাইনের ওপর ট্রেনে কাটা পড়া অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে বিষয়টি থানার পুলিশকে জানান। 
 
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত