Ajker Patrika

শাহজাদপুরে এক পোশাক শ্রমিকের বসত ঘর ভেঙে দিল দুর্বৃত্তরা

প্রতিনিধি, সিরাজগঞ্জ 
শাহজাদপুরে এক পোশাক শ্রমিকের বসত ঘর ভেঙে দিল দুর্বৃত্তরা

সিরাজগঞ্জের শাহজাদপুরে অসহায় এক পোশাক শ্রমিকের বসত বাড়িতে হঠাৎ হামলা চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুরে চরকাদাই গ্রামের এই ঘটনা ঘটে। প্রকাশ্য দিবালোকে এ হামলার ফুটেজ ফেসবুকে ভাইরাল হলে পুরো এলাকায় নিন্দার ঝর ওঠে।

ভিডিওতে দেখা যায় একদল নারী-পুরুষ হাতুড়ি, কুড়াল, হাসুয়া, লাঠিসোঁটা নিয়ে আক্রমণ চালায় পোশাক শ্রমিক সুমন ব্যাপারীর বসত ঘরে। মুহূর্তের মধ্যে ঘরটি ভেঙে গুঁড়িয়ে দিয়ে লুটপাট করে চলে যাচ্ছে তারা। তখন প্রাণ ভয়ে পালিয়ে বাঁচে বাড়ির লোকজন।

এলাকার মুরুব্বি হাজী আমির হোসেন জানান, সুমন ব্যাপারী ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করে। তাঁর স্ত্রী প্রতিবন্ধী সন্তান নিয়ে এই বাড়িতে বসবাস করেন। সুমনের ওয়ারিশ সূত্রে পাওয়া ৫ শতাংশ জমির বাড়িতে একটি টিনের ঘর তুলে দীর্ঘকাল তাঁরা বসবাস করে আসছেন। হঠাৎ এই গ্রামের মৃত মখবেলের পুত্র হানিফ ওরফে হানি ওই বাড়ির মালিকানা দাবি করেন। আর এই দাবিতেই লোকজন নিয়ে তাঁর ওপর ভাঙচুর এবং লুটপাট চালায়।

এ দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন শাহজাদপুর থানার এ এস আই নাজমুল হোসাইন। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আমরাও হতাশ হয়েছি। অভিযোগ পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে সুমনের মত একজন নিরীহ মানুষের একমাত্র বসত ঘর এভাবে সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে ভাঙচুর চালানোয় ক্ষুব্ধ এলাকাবাসী। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে দুর্বৃত্তদের শাস্তির দাবি করেছেন এলাকাবাসী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত