ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় বসতবাড়ি থেকে বের হওয়ায় রাস্তায় বেড়া দেওয়ায় ১৬টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। ভান্ডারবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেনের বিরুদ্ধে রাস্তা বেড়া দেওয়ার এ অভিযোগ উঠেছে।
রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির বেড়াতে ব্যবহার করা হয়েছে টিন ও বাঁশ। এতে ওই ১৬টি পরিবারের সদস্যরা প্রায় ১৫ দিন ঘরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের নিউ সারিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আজ সোমবার অবরুদ্ধ ১৬ পরিবারের পক্ষে নিউ সারিয়াকান্দি গ্রামের নুরুল ইসলাম বাদী হয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সিদ্দিক হোসেন একই গ্রামের বাসিন্দা।
অবরুদ্ধ পরিবারের মাঝে রয়েছেন লাল মিয়া, হাফিজুর রহমান, আবুল কাসেম, নিজাম উদ্দিন, খোকন মিয়া, জয়নাল আবেদীন, আব্দুল মোমিন, রঞ্জু মিয়া, কোরবান আলী, রতন মিয়া, লুৎফর রহমান, সুমন হোসেন, দোলাল, স্বপন ও রাসেলের পরিবার।
খোঁজ নিয়ে জানা যায়, যমুনা নদীর ভাঙন কবলিত জনপদের কমপক্ষে ৩০টি বাস্তুহারা পরিবার প্রায় ১৫ বছর আগে নিউ সারিয়াকান্দি গ্রামে জায়গা কিনে বসতবাড়ি গড়ে তুলেছেন। এসব পরিবারের লোকজন নিজেদের চলাচলের জন্য গ্রামের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করেছেন। তখন থেকেই ওই রাস্তা দিয়ে গ্রামের লোকজন চলাচল করেন।
ওই গ্রামের মাতব্বর নুরুল ইসলাম ও সিদ্দিক হোসেনের মধ্যে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে নুরুল ইসলামের ওপর ক্ষুব্ধ হয়ে সিদ্দিক হোসেন বাড়ির নলকূপের পানি নিষ্কাশনের অজুহাত দেখিয়ে রাস্তায় গর্ত করেছেন এবং আড়াআড়িভাবে বাঁশ ও টিন দিয়ে বেড়া দিয়েছেন। এতে করে গ্রামের লোকজন ওই রাস্তা দিয়ে পায়ে হেঁটেও যাতায়াত করতে পারছেন না। এ বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা বৈঠক করেও কোনো সুরাহা হয়নি।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা সিদ্দিক হোসেন বলেন, ‘আগে আমার ও নুরুল ইসলামের যৌথ মালিকানাধীন পুকুরে নলকূপের পানি নিষ্কাশন করেছি। কিন্তু নুরুল ইসলাম সেই পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দিয়েছেন। বাধ্য হয়ে আমি বাড়ির সামনে রাস্তায় গর্ত করে নলকূপের পানি নিষ্কাশন করছি।’
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, রাস্তায় বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ার ধুনট উপজেলায় বসতবাড়ি থেকে বের হওয়ায় রাস্তায় বেড়া দেওয়ায় ১৬টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। ভান্ডারবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেনের বিরুদ্ধে রাস্তা বেড়া দেওয়ার এ অভিযোগ উঠেছে।
রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির বেড়াতে ব্যবহার করা হয়েছে টিন ও বাঁশ। এতে ওই ১৬টি পরিবারের সদস্যরা প্রায় ১৫ দিন ঘরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের নিউ সারিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আজ সোমবার অবরুদ্ধ ১৬ পরিবারের পক্ষে নিউ সারিয়াকান্দি গ্রামের নুরুল ইসলাম বাদী হয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সিদ্দিক হোসেন একই গ্রামের বাসিন্দা।
অবরুদ্ধ পরিবারের মাঝে রয়েছেন লাল মিয়া, হাফিজুর রহমান, আবুল কাসেম, নিজাম উদ্দিন, খোকন মিয়া, জয়নাল আবেদীন, আব্দুল মোমিন, রঞ্জু মিয়া, কোরবান আলী, রতন মিয়া, লুৎফর রহমান, সুমন হোসেন, দোলাল, স্বপন ও রাসেলের পরিবার।
খোঁজ নিয়ে জানা যায়, যমুনা নদীর ভাঙন কবলিত জনপদের কমপক্ষে ৩০টি বাস্তুহারা পরিবার প্রায় ১৫ বছর আগে নিউ সারিয়াকান্দি গ্রামে জায়গা কিনে বসতবাড়ি গড়ে তুলেছেন। এসব পরিবারের লোকজন নিজেদের চলাচলের জন্য গ্রামের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করেছেন। তখন থেকেই ওই রাস্তা দিয়ে গ্রামের লোকজন চলাচল করেন।
ওই গ্রামের মাতব্বর নুরুল ইসলাম ও সিদ্দিক হোসেনের মধ্যে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে নুরুল ইসলামের ওপর ক্ষুব্ধ হয়ে সিদ্দিক হোসেন বাড়ির নলকূপের পানি নিষ্কাশনের অজুহাত দেখিয়ে রাস্তায় গর্ত করেছেন এবং আড়াআড়িভাবে বাঁশ ও টিন দিয়ে বেড়া দিয়েছেন। এতে করে গ্রামের লোকজন ওই রাস্তা দিয়ে পায়ে হেঁটেও যাতায়াত করতে পারছেন না। এ বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা বৈঠক করেও কোনো সুরাহা হয়নি।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা সিদ্দিক হোসেন বলেন, ‘আগে আমার ও নুরুল ইসলামের যৌথ মালিকানাধীন পুকুরে নলকূপের পানি নিষ্কাশন করেছি। কিন্তু নুরুল ইসলাম সেই পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দিয়েছেন। বাধ্য হয়ে আমি বাড়ির সামনে রাস্তায় গর্ত করে নলকূপের পানি নিষ্কাশন করছি।’
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, রাস্তায় বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সীমান্তবর্তী ২৬টি গ্রামে প্রায় ৩১ হাজার একর জমিতে বিস্তৃতি পেয়েছে পেয়ারাবাগান। এই পেয়ারা উৎপাদনের সঙ্গে সরাসরি যুক্ত প্রায় ২০ হাজার পরিবার। বরিশালের বানারীপাড়া পেয়ারা চাষে প্রসিদ্ধ হলেও ঝালকাঠির ভিমরুলী গ্রামে ঐতিহ্যবাহী ভাসমান হাট এই অঞ্চলের কৃষি, ব্যবসা...
১ ঘণ্টা আগেরাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বোর্ড সভায় অংশ নিলেই কর্মকর্তারা সম্মানী পাবেন ১২ হাজার টাকা। ৩ হাজার টাকা থেকে একলাফে চার গুণ বাড়িয়ে সম্মানীর এই অঙ্ক নির্ধারণ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সিদ্ধান্ত অনুযায়ী, মাসে বর্তমানে একটি সভার ব্যবস্থা থাকলেও তা একাধিকবার হতে পারবে।
২ ঘণ্টা আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল করে এমপি হওয়ার অভিযোগ এনে মামলা করেছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির এক নেতা। বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত এবার টিপুকে...
৩ ঘণ্টা আগেসাপের ছোবলে আরমান তালুকদার (২১) নামের এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দক্ষিণ কড়লডেঙ্গা গ্রামের তালুকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরমান ওই এলাকার আবদুল মাবুদ জহির তালুকদারের ছেলে। তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ইউনিয়ন শাখা...
৩ ঘণ্টা আগে