বগুড়া প্রতিনিধি
বগুড়ায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চালসহ এক আওয়ামী লীগ নেতা ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে সদর উপজেলার কমলপুর গ্রামের মীর সেমি-অটোরাইস মিলে এই ঘটনা ঘটে।
আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার ও চাল জব্দের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান।
গ্রেপ্তাররা হচ্ছেন জেলার সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছার রহমান দিপু (৫৫) ও তাঁর সহযোগী দোবাড়িয়া গ্রামের ফেরদৌস আলম (৩৮)।
জব্দ করা চালের প্রতিটি বস্তার গায়ে লেখা ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ খাদ্য অধিদপ্তর ও ওজন ৩০ কেজি। এসব চালের আনুমানিক মূল্য ১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা। পুলিশের কাছ থেকে এসব তথ্য জানা গেছে।
পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালানোর সময় কমলপুর গ্রামের মীর সেমি-অটোরাইস মিল থেকে একজন পালিয়ে যান। অপর দুজনকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা কালোবাজারির মাধ্যমে সরকারি বিক্রি নিষিদ্ধ চাল অবৈধভাবে মজুত করেছিলেন।’
পলাতক ব্যক্তিসহ গ্রেপ্তার দুজনের নামে বগুড়া সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ মামলা করেছে বলে জানান পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান। তিনি বলেন, ‘ওই মামলায় গ্রেপ্তার দুজনকে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
শেখেরকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা হাকিম মণ্ডল বলেন, ‘শুনেছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছার রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি দীর্ঘদিন ধরে চালের ব্যবসা করেন। সরকারি চাল কীভাবে তাঁর গোডাউনে পাওয়া গেল সে বিষয়ে বলতে পারব না।’
বগুড়ায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চালসহ এক আওয়ামী লীগ নেতা ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে সদর উপজেলার কমলপুর গ্রামের মীর সেমি-অটোরাইস মিলে এই ঘটনা ঘটে।
আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার ও চাল জব্দের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান।
গ্রেপ্তাররা হচ্ছেন জেলার সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছার রহমান দিপু (৫৫) ও তাঁর সহযোগী দোবাড়িয়া গ্রামের ফেরদৌস আলম (৩৮)।
জব্দ করা চালের প্রতিটি বস্তার গায়ে লেখা ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ খাদ্য অধিদপ্তর ও ওজন ৩০ কেজি। এসব চালের আনুমানিক মূল্য ১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা। পুলিশের কাছ থেকে এসব তথ্য জানা গেছে।
পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালানোর সময় কমলপুর গ্রামের মীর সেমি-অটোরাইস মিল থেকে একজন পালিয়ে যান। অপর দুজনকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা কালোবাজারির মাধ্যমে সরকারি বিক্রি নিষিদ্ধ চাল অবৈধভাবে মজুত করেছিলেন।’
পলাতক ব্যক্তিসহ গ্রেপ্তার দুজনের নামে বগুড়া সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ মামলা করেছে বলে জানান পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান। তিনি বলেন, ‘ওই মামলায় গ্রেপ্তার দুজনকে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
শেখেরকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা হাকিম মণ্ডল বলেন, ‘শুনেছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছার রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি দীর্ঘদিন ধরে চালের ব্যবসা করেন। সরকারি চাল কীভাবে তাঁর গোডাউনে পাওয়া গেল সে বিষয়ে বলতে পারব না।’
হবিগঞ্জ জেলায় ১১৯টি ইটভাটা চলছে। এর মধ্যে ২৪টিই চলছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া। এসব ইটভাটার কালো ধোঁয়া, ধুলা-বালু আর বিষাক্ত গ্যাসে আশপাশের জমির ফসল, বসতবাড়ির গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধোঁয়ায় ইটভাটার আশপাশের মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন।
২৮ মিনিট আগেসাতক্ষীরা জেলাব্যাপী আম পাড়ার ধুম পড়েছে। এবার আমের ব্যাপক ফলন হলেও দাম নিয়ে হতাশার কথা জানিয়েছেন চাষিরা। তাঁরা বলছেন, বাজারে পাইকারি যে দামে আম বিক্রি হচ্ছে, তাতে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই উঠছে না।
৩২ মিনিট আগেরংপুরে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপির মহিলা সদস্যকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করেছেন ওই নারী। ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকে পরিষদে বসেন না চেয়ারম্যান। এতে করে সেবাবঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
৩৭ মিনিট আগেসুপেয় পানির সংকট নেই, এমন বাড়িতেও বৃষ্টির পানি ধরে রাখার জন্য ট্যাংক রাখা হয়েছে। এমন ট্যাংক দেওয়ার জন্য নেওয়া হয়েছে ঘুষ। এদিকে যেসব ট্যাংক দেওয়া হয়েছে, সেগুলো নিম্নমানের। কিছুদিন পরই সেসব ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে