উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
ঈশ্বরদী-ঢাকা রেলপথে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন ও উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন তিনি।
এ সময় রেলমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটানো। স্বাধীনতার পর তিনি পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরে যুদ্ধ বিধ্বস্ত দেশ পূর্ণগঠনের কাজ করছিলেন। কিন্তু দেশের স্বাধীনতা বিরোধী গোষ্ঠী বঙ্গবন্ধুকে সেই কাজ এগিয়ে নিতে দেয়নি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। এতে দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ড পিছিয়ে যায়। এ দেশের রেল বিভাগ সবচেয়ে বেশি অবহেলিত হয়ে পড়ে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রথম ক্ষমতায় এসে ধ্বংসপ্রায় রেল বিভাগকে নতুন করে চাঙা করেন।
রেলপথকে আধুনিক ও এর উন্নয়নে বহুমুখী কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এ পরিকল্পনার ধারাবাহিকতায় আজ উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন ও উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে। ঈশ্বরদী-ঢাকা রেলপথে এখন ডাবল লাইন চালু করার কাজ শুরু হয়েছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা নদীতে বর্তমান বঙ্গবন্ধু সেতুর পাশে শুধু ট্রেন যাতায়াতের জন্য একটি পৃথক সেতু নির্মাণ কার্যক্রম বাস্তবায়নের কাজ করছেন।
রেলমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মগুলো ছিল খুবই নিচু। এতে ট্রেন থেকে যাত্রীদের ওঠানামায় অনেক অসুবিধা হতো। স্টেশনগুলোতে শিশু বাচ্চাদের মায়ের দুধ পান করার জন্য কোনো ব্যবস্থা ছিল না। প্ল্যাটফর্মগুলোও ছিল ট্রেনের তুলনায় অনেক ছোট। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এখন সরকারের রাজস্ব খাতের অর্থ থেকে প্রতিটি স্টেশনের প্ল্যাটফর্ম উঁচুকরণ, সম্প্রসারণ, শেড নির্মাণ এবং শিশু বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য ফিডিং সেন্টার নির্মাণের ব্যবস্থা নিয়েছি।
উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের আবেদনের প্রেক্ষিতে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে রংপুর এক্সপ্রেস ও নীলফামারী এক্সপ্রেসসহ কয়েকটি আন্তনগর এক্সপ্রেসের যাত্রা বিরতির ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে উল্লাপাড়া স্টেশনে আরও একটি আইল্যান্ড প্ল্যাটফর্ম নির্মাণ করা হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে অধিদপ্তরের মহাপরিচালক ডি এন মজুমদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন-বাংলাদেশ রেলওয়ের সচিব মো. সেলিম রেজা, পশ্চিম রেলওয়ের মহা ব্যবস্থাপক মিহির কান্তি গুহ, প্রধান প্রকৌশলী মনিরুল ইসলাম, পাকশী রেলওয়ে বিভাগের রেলওয়ে ম্যানেজার শাহিদুল ইসলাম, পাকশী রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ আব্দুর রহিম, উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম প্রমুখ।
ঈশ্বরদী-ঢাকা রেলপথে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন ও উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন তিনি।
এ সময় রেলমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটানো। স্বাধীনতার পর তিনি পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরে যুদ্ধ বিধ্বস্ত দেশ পূর্ণগঠনের কাজ করছিলেন। কিন্তু দেশের স্বাধীনতা বিরোধী গোষ্ঠী বঙ্গবন্ধুকে সেই কাজ এগিয়ে নিতে দেয়নি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। এতে দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ড পিছিয়ে যায়। এ দেশের রেল বিভাগ সবচেয়ে বেশি অবহেলিত হয়ে পড়ে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রথম ক্ষমতায় এসে ধ্বংসপ্রায় রেল বিভাগকে নতুন করে চাঙা করেন।
রেলপথকে আধুনিক ও এর উন্নয়নে বহুমুখী কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এ পরিকল্পনার ধারাবাহিকতায় আজ উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন ও উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে। ঈশ্বরদী-ঢাকা রেলপথে এখন ডাবল লাইন চালু করার কাজ শুরু হয়েছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা নদীতে বর্তমান বঙ্গবন্ধু সেতুর পাশে শুধু ট্রেন যাতায়াতের জন্য একটি পৃথক সেতু নির্মাণ কার্যক্রম বাস্তবায়নের কাজ করছেন।
রেলমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মগুলো ছিল খুবই নিচু। এতে ট্রেন থেকে যাত্রীদের ওঠানামায় অনেক অসুবিধা হতো। স্টেশনগুলোতে শিশু বাচ্চাদের মায়ের দুধ পান করার জন্য কোনো ব্যবস্থা ছিল না। প্ল্যাটফর্মগুলোও ছিল ট্রেনের তুলনায় অনেক ছোট। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এখন সরকারের রাজস্ব খাতের অর্থ থেকে প্রতিটি স্টেশনের প্ল্যাটফর্ম উঁচুকরণ, সম্প্রসারণ, শেড নির্মাণ এবং শিশু বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য ফিডিং সেন্টার নির্মাণের ব্যবস্থা নিয়েছি।
উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের আবেদনের প্রেক্ষিতে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে রংপুর এক্সপ্রেস ও নীলফামারী এক্সপ্রেসসহ কয়েকটি আন্তনগর এক্সপ্রেসের যাত্রা বিরতির ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে উল্লাপাড়া স্টেশনে আরও একটি আইল্যান্ড প্ল্যাটফর্ম নির্মাণ করা হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে অধিদপ্তরের মহাপরিচালক ডি এন মজুমদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন-বাংলাদেশ রেলওয়ের সচিব মো. সেলিম রেজা, পশ্চিম রেলওয়ের মহা ব্যবস্থাপক মিহির কান্তি গুহ, প্রধান প্রকৌশলী মনিরুল ইসলাম, পাকশী রেলওয়ে বিভাগের রেলওয়ে ম্যানেজার শাহিদুল ইসলাম, পাকশী রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ আব্দুর রহিম, উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম প্রমুখ।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং জহুরুল হক বিমান ঘাঁটিতে জ্বালানি তেল সরবরাহের জন্য পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী আগস্ট মাসে এই পাইপলাইনের কমিশনিং হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এই প্রকল্পের প্রকল্প পরিচালক ও পদ্মা অয়েল কোম্পানির সহকারী...
৩ ঘণ্টা আগেসাতক্ষীরায় মরিচ্চাপ নদীর ওপর নির্মিত সাতটি সেতু ধসে পড়েছে। এতে সদর ও আশাশুনি উপজেলার অন্তত ২৫টি গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, সেতুর নিচ দিয়ে অপরিকল্পিতভাবে নদী খনন এবং নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করায় এমন বিপর্যয় ঘটেছে।
৩ ঘণ্টা আগেপঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাসেবা চলছে পরিত্যক্তঘোষিত এক ভবনে। সেখানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জানা গেছে, ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি ভবনটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেটিতে এখনো রোগী ভর্তি ও চিকিৎসা কার্যক্রম চলছে।
৩ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুর এবং কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মোট ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদও শূন্য। অবসর, মৃত্যু ও মামলার কারণে এই পদগুলো শূন্য হয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এতে জোড়াতালি দিয়ে কোনোরকমে...
৩ ঘণ্টা আগে