Ajker Patrika

ছাত্রলীগ নেতার পুকুরের মাছ ধরে নিলেন আওয়ামী লীগ নেতারা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
Thumbnail image

বগুড়ার শেরপুরে গভীর রাতে ছাত্রলীগ নেতার পুকুরের মাছ আওয়ামী লীগ ও কৃষকলীগ নেতারা ধরে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলার কুসুম্বি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিলনুর রহমান শেরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। 

অভিযুক্তরা হলেন- উপজেলার কুসুম্বি ইউনিয়নের খিকিন্দা পশ্চিম পাড়া গ্রামের আমিনুল হক (৩২), জামিল উদ্দিন (৪৪), মতিউর রহমান (৫২), ছানাউল হক (৪২), মো. মামুন (৩৫), শফিকুল ইসলাম (৪৫) ও সিরাজুল ইসলাম (৩৮)। 

জানা যায়, আসামিগণের মধ্যে আমিনুল হক কুসুম্বি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। জামিল উদ্দিন একই ইউনিয়নের কৃষক লীগের সভাপতি ও মতিউর রহমান কুসুম্বি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মো. মামুন স্থানীয়ভাবে আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সদস্য। এ ছাড়া অন্যরা স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। 

অভিযোগের বাদী মিলনুর রহমান বলেন, তিনিসহ কুসুম্বি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান গতবছর পুকুরটির একটি অংশ কিনে নেন। অন্য মালিকদের কাছ থেকে বাকি অংশ লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। 

কিছুদিন ধরে প্রতিপক্ষরা তাদের মাছ চাষে বাধা দিয়ে আসছিল। স্থানীয়ভাবে একাধিক বিচার সালিস করেও নিষ্পত্তি হয়নি। দলীয় প্রভাব খাটিয়ে গত শনিবার দিবাগত রাত আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত তাদের পুকুরে থেকে জোরপূর্বক দেড় থেকে আড়াই কেজি ওজনের রুই ও কাতলাসহ বিভিন্ন ধরনের মাছ ধরে নিয়ে যায়। 

ধরে নেওয়া মাছের ওজন আনুমানিক ৩৬ মণ। মূল্য পাঁচ লাখ টাকা হবে। তাৎক্ষণিক থানা পুলিশকে অবহিত করলেও কোনো সহযোগিতা পাননি। 

কুসুম্বি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান উল্লিখিত বাদী ও বিবাদীগণের রাজনৈতিক পরিচয়ের সত্যতা নিশ্চিত করেন। 

তবে তারা ওই পুকুর থেকে মাছ তুলে নেওয়ার ঘটনার সঙ্গে জড়িত কিনা তা জানেন না। 

অভিযুক্ত কুসুম্বি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না। যতদূর জানি পুকুরটি স্থানীয় মসজিদের সম্পত্তি। মসজিদ কমিটির লোকজন পুকুরটিতে মাছ চাষ করেন। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে।’ 

এ নিয়ে কুসুম্বি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জামিল উদ্দিন বলেন, ‘আমি মসজিদ কমিটির কাছ থেকে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করেছি। মাছগুলো বিক্রি করে দিলে ক্রেতা সেগুলো তুলে নিয়ে গেছেন। পুকুর লুটের অভিযোগের সত্যতা নেই।’

অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করা হয়েছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তিন ছাত্রকে আটক করায় এসআই ক্লোজড, ওসির বিরুদ্ধে তদন্ত শুরু

সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রাখার পক্ষে যে যুক্তি দিলেন আলী রীয়াজ

রাজধানীতে নিখোঁজ কিশোরী নওগাঁয়, যা বললেন সঙ্গে থাকা তরুণের বাবা

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

থানায় হামলা করে আটকদের ছাড়িয়ে নিল ছাত্ররা, বদলির মুখে ওসি-এসআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত