Ajker Patrika

ঘর থেকে ডেকে নেওয়া স্কুলছাত্রের লাশ মিলল সেচপাম্পের ঘরে

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১৭: ৪৫
ঘর থেকে ডেকে নেওয়া স্কুলছাত্রের লাশ মিলল সেচপাম্পের ঘরে

ওয়াজে যাওয়ার কথা বলে ঘর থেকে ডেকে নেওয়া স্কুলছাত্র আবু বকর আনন্দের (১২) লাশ পাওয়া গেল পাশের সেচপাম্পের ঘরে। গতকাল বৃহস্পতিবার রাতে ডেকে নেওয়ার পর আজ শুক্রবার সকালে তার লাশ পাওয়া যায়। সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়া উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত আবু বকর আনন্দ গজারিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে চর চিলগাছা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

নিহত স্কুলছাত্রের বাবা রফিকুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার রাতে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে তার বন্ধুরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। সকালে আমার ভাড়া নেওয়া সেচপাম্প ঘরের মধ্যে আনন্দের মরদেহ দেখে স্থানীয় কৃষকেরা বাড়িতে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে দেখি ঘরের মধ্যে লাশ পড়ে আছে।’

স্কুলছাত্র হত্যার খবর পেয়ে উপস্থিত পুলিশ ও এলাকাবাসী।সদর থানা-পুলিশের পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির চোখ দিয়ে রক্ত ঝরছে, অণ্ডকোষও রক্তাক্ত। হত্যার আলামত সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সুমন কুমার দাস আরও বলেন, হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত