প্রতিনিধি, আক্কেলপুর (জয়পুরহাট)
জয়পুরহাটের আক্কেলপুরে ঘুমন্ত অবস্থায় আয়েশা মালেকা (৪০) নামে গৃহবধূকে নিজ বাড়ির শয়নঘরে গলা কেটে হত্যা করা হয়েছে। একই সময় পাশের ঘরের দরজা ভেঙে তাঁর স্বামী আলী আকবরকে (৪৫) কীটনাশক পান করা অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকাল নয়টায় পৌরসভার সাঝিপাড়া মহল্লা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, আলী আকবর ফেরি করে ডিম ও সবজি বিক্রি করেন। তাঁর স্ত্রী আয়েশা মালেকা গৃহিণী। তাঁদের এক ছেলে দুই মেয়ে। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলে ও মেয়ে দুই দিন আগে রাজশাহীতে খালার বাড়িতে বেড়াতে যায়। বাড়িতে আলী আকবর ও তাঁর স্ত্রী আয়েশা মালেকা ছিলেন। তাঁরা প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠতেন। আজ সকাল সাতটার পর তাঁরা কেউ ঘুম থেকে উঠছিল না। এতে প্রতিবেশীদের সন্দেহ হলে বাড়ির দরজায় গিয়ে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাননি। এরপর রাস্তা সংলগ্ন ঘরের জানালা ধাক্কা দিয়ে খুলে ঘরের ভেতর আলী আকবরকে ছটফট করতে দেখেন তাঁরা। পরে তাঁরা বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে ঘরের দরজা ভেঙে আলী আকবরকে বের করেন। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পাশের ঘরে মেঝেতে তাঁর স্ত্রীর রক্তাক্ত গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আয়েশা মালেকার (৪০) মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহত গৃহবধূর ভাই সাদ্দাম হোসেন বলেন, আমার বোনকে গলা কেটে হত্যা করার খবর পেয়ে বোনের বাড়িতে এসে দেখি বোনের রক্তমাখা মরদেহ মেঝেতে পড়ে রয়েছে। যেই এই কাজ করুক আমি তাঁর ন্যায্য বিচার চাই।
আক্কেলপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিনুর রহমান পল্টু বলেন, আলী আকবর পেশায় একজন ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা। তিনি কিছুদিন আগেও নিজের বাড়িতে তাঁর স্ত্রী-সন্তানদের কুপিয়ে জখম করেছিলেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, আলী আকবরের স্ত্রী আয়েশা মালেকার গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ প্রহরায় আলী আকবরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আলী আকবরের বাড়ির পাশ থেকে রক্তমাখা ছুরি জব্দ করা হয়েছে।
জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, আলী আকবর কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয়রা। সে তার স্ত্রীকে গলা কেটে হত্যা করার পর নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে। তবে আলী আকবর কারও সঙ্গে কথা বলছেন না। আলী আকবরের নিজের কিছু জমিজমা ছিল। সেগুলো তিনি স্ত্রী-সন্তানদের নামে লিখে দিয়েছিলেন। জমিজমা ভাগে কমবেশি হওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর বনিবনা চলছিল বলে শোনা যাচ্ছে বলে তিনি জানান।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রুহুল আমিন বলেন, ধারণা করা হচ্ছে আলী আকবর অনেক সময় আগে কীটনাশক পান করেছেন। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুরে ঘুমন্ত অবস্থায় আয়েশা মালেকা (৪০) নামে গৃহবধূকে নিজ বাড়ির শয়নঘরে গলা কেটে হত্যা করা হয়েছে। একই সময় পাশের ঘরের দরজা ভেঙে তাঁর স্বামী আলী আকবরকে (৪৫) কীটনাশক পান করা অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকাল নয়টায় পৌরসভার সাঝিপাড়া মহল্লা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, আলী আকবর ফেরি করে ডিম ও সবজি বিক্রি করেন। তাঁর স্ত্রী আয়েশা মালেকা গৃহিণী। তাঁদের এক ছেলে দুই মেয়ে। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলে ও মেয়ে দুই দিন আগে রাজশাহীতে খালার বাড়িতে বেড়াতে যায়। বাড়িতে আলী আকবর ও তাঁর স্ত্রী আয়েশা মালেকা ছিলেন। তাঁরা প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠতেন। আজ সকাল সাতটার পর তাঁরা কেউ ঘুম থেকে উঠছিল না। এতে প্রতিবেশীদের সন্দেহ হলে বাড়ির দরজায় গিয়ে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাননি। এরপর রাস্তা সংলগ্ন ঘরের জানালা ধাক্কা দিয়ে খুলে ঘরের ভেতর আলী আকবরকে ছটফট করতে দেখেন তাঁরা। পরে তাঁরা বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে ঘরের দরজা ভেঙে আলী আকবরকে বের করেন। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পাশের ঘরে মেঝেতে তাঁর স্ত্রীর রক্তাক্ত গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আয়েশা মালেকার (৪০) মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহত গৃহবধূর ভাই সাদ্দাম হোসেন বলেন, আমার বোনকে গলা কেটে হত্যা করার খবর পেয়ে বোনের বাড়িতে এসে দেখি বোনের রক্তমাখা মরদেহ মেঝেতে পড়ে রয়েছে। যেই এই কাজ করুক আমি তাঁর ন্যায্য বিচার চাই।
আক্কেলপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিনুর রহমান পল্টু বলেন, আলী আকবর পেশায় একজন ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা। তিনি কিছুদিন আগেও নিজের বাড়িতে তাঁর স্ত্রী-সন্তানদের কুপিয়ে জখম করেছিলেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, আলী আকবরের স্ত্রী আয়েশা মালেকার গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ প্রহরায় আলী আকবরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আলী আকবরের বাড়ির পাশ থেকে রক্তমাখা ছুরি জব্দ করা হয়েছে।
জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, আলী আকবর কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয়রা। সে তার স্ত্রীকে গলা কেটে হত্যা করার পর নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে। তবে আলী আকবর কারও সঙ্গে কথা বলছেন না। আলী আকবরের নিজের কিছু জমিজমা ছিল। সেগুলো তিনি স্ত্রী-সন্তানদের নামে লিখে দিয়েছিলেন। জমিজমা ভাগে কমবেশি হওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর বনিবনা চলছিল বলে শোনা যাচ্ছে বলে তিনি জানান।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রুহুল আমিন বলেন, ধারণা করা হচ্ছে আলী আকবর অনেক সময় আগে কীটনাশক পান করেছেন। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে মারা যাওয়া ফারিয়া তাসনিম জ্যোতির (৩২) দাফন সম্পন্ন হয়েছে। তিনি চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকার বাসিন্দা ও পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার মৃত বাবলুর মেয়ে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরে জ্যোতির মরদেহ নিয়ে পৌঁছান স্বজনেরা। এ সময় স্বজনদের...
৩৬ মিনিট আগেচাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির তিন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির বেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে...
৪৪ মিনিট আগেময়মনসিংহের ত্রিশালে সাবেক সংসদ সদস্য রুহুল আমীন মাদানীর নামে প্রতিষ্ঠিত একটি মসজিদের উন্নয়নে দুই অর্থবছরে তিনটি প্রকল্পের আওতায় প্রায় কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকল্পের কাজই পূর্ণতা পায়নি। একটির কাজ করাই হয়নি, অন্যটির কাজ আংশিক হয়ে থেমে আছে, আরেকটিতে কেবল নামফলক বসিয়েই..
১ ঘণ্টা আগেবগুড়ার শেরপুর পৌরসভায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বরাদ্দ পাওয়া সাতটি প্রকল্পের কাজের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি অধিকাংশ প্রকল্পের কাজ। যদিও দাপ্তরিক নথিতে সব প্রকল্পই ‘প্রায় সম্পন্ন’ হিসেবে দেখানো হয়েছে, তবে মাঠপর্যায়ে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
৩ ঘণ্টা আগে