Ajker Patrika

পাঁচবিবি সীমান্তে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১২: ০৮
জয়পুরহাটের তাজপুর সীমান্তের আলুখেতে বৃদ্ধের মরদেহ দেখতে কৌতূহলী এলাকাবাসীর ভিড়। ছবি: সংগৃহীত
জয়পুরহাটের তাজপুর সীমান্তের আলুখেতে বৃদ্ধের মরদেহ দেখতে কৌতূহলী এলাকাবাসীর ভিড়। ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের তাজপুর সীমান্ত এলাকার একটি আলুখেত থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ভারত সীমান্তের কাঁটাতারের বেড়া থেকে প্রায় ২০০ গজ পূর্বদিকে বাংলাদেশের অভ্যন্তরে তাজপুর সীমান্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত শ্যামচরণ পাহান (৬৩) জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের মৃত জিতু পাহানের ছেলে।

পুলিশ, বিজিবি ও এলাকাবাসী জানান, তাজপুর গ্রামের কয়েকজন কৃষক সকালে মাঠে কাজ করতে গিয়ে ওই গ্রামের আলুখেতে একটি লাশ পড়ে থাকতে দেখে চিৎকার-চেঁচামেচি করেন। আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে শ্যামচরণ পাহানকে শনাক্ত করেন এবং পুলিশকে খবর দেন।

নিহত শ্যামচরণ পাহানের ছেলে প্রণব পাহান জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় নিজ বাড়িতে থাকেন। তিনি দিনের বেলায় যাতে বাড়ির বাইরে না যেতে পারেন, সে জন্য তাঁকে মাঝেমধ্যে পায়ে শিকল বেঁধে রাখা হয়। কিন্তু গতকাল সোমবার রাতে তাঁর শিকল খুলে দেওয়া হয়।

প্রণব পাহান আরও বলেন, রাতে শ্যামচরণ পাহানকে তাঁর নিজের ঘরে ঘুমাতে দিয়ে বাকি সবাই নিজ নিজ ঘরে ঘুমোতে যান। গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠে তাঁরা জানতে পারেন শ্যামচরণ ঘরে নেই। এরপর শ্যামচরণের পরিবারের সদস্যরা রাতেই এলাকার বিভিন্ন জায়গায় খোঁজখবর করেন। কিন্তু তাঁর কোনো সন্ধান পাওয়া যায় না। আজ মঙ্গলবার সকালে লোকজনের মুখে খবর পেয়ে তাঁরা নিজ গ্রামের একটি আলুখেতে শ্যামচরণ পাহানের মরদেহ শনাক্ত করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহে উদ্ধার করা হয়। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত