Ajker Patrika

চট্টগ্রামে নতুন কাস্টমস ভবনের ডিজাইন চূড়ান্ত: এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আজ দুপুরে চট্টগ্রাম কাস্টম হাউসের সম্মেলনে কক্ষে মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। ছবি: আজকের পত্রিকা
আজ দুপুরে চট্টগ্রাম কাস্টম হাউসের সম্মেলনে কক্ষে মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। ছবি: আজকের পত্রিকা

দেশের সিংহভাগ রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস ভবন নির্মাণে ডিজাইন চূড়ান্ত হয়েছে। শুধু প্রধান উপদেষ্টার সামনে উপস্থাপন করার অপেক্ষা। কাস্টম ভবনসহ চট্টগ্রামে তিন আইকনিক ভবন নির্মাণ করা হবে। আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম কাস্টম হাউসের সম্মেলনে কক্ষে মতবিনিময়কালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এসব তথ্য জানান।

আবদুর রহমান খান বলেন, ‘চট্টগ্রামে আমরা তিনটি আইকনিক ভবন করার প্ল্যান নিয়েছি। একটি কাস্টম হাউস হবে। এটি অত্যন্ত নান্দনিক হবে। অপর দুটির মধ্যে রয়েছে কাস্টমস অ্যাকাডেমি ও কর ভবন। কর ভবন আগ্রাবাদে করা হবে।’

রাজস্ব আদায় বাড়াতে মাঠপর্যায়ে নজরদারির নির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, ‘যেহেতু কাস্টম হাউস করতে হলে পুরোনো ভবন ভাঙতে হবে, সেহেতু কাস্টম হাউসের অ্যাকোমোডেশনের কী হবে, সে জন্য আমরা কয়েকটি জায়গা ভিজিট করেছি। আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এরিয়া দেখেছি। আমাদের ব্যবসায়ীদের অধিকাংশ আগ্রাবাদ এরিয়ায়।’ যত দিন কনস্ট্রাকশন কাজ না হয়, তত দিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কাস্টম হাউস শিফট হবে বলেও মত দেন তিনি।

অনলাইনে রাজস্ব আদায়কারীদের হয়রানির বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত