Ajker Patrika

বড়াইগ্রামে বিদ্যুতের খুঁটির নিচে পড়ে ছিল যুবকের লাশ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
বড়াইগ্রামে বিদ্যুতের খুঁটির নিচে পড়ে ছিল যুবকের লাশ

নাটোরের বড়াইগ্রামে বিদ্যুতের খুঁটির নিচ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা বনপাড়া পৌর এলাকার পশ্চিম মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত যুবকের নাম আরিফ হোসেন (৩৫)। ওই যুবক উপজেলা মাঝগাঁও গ্রামের আবু তাহেরের ছেলে। 

বনপাড়া পৌর কাউন্সিলর ঈমান আলী বলেন, পশ্চিম মালিপাড়া গ্রামের বাবুল মিয়াজী ফসলি জমিতে বিদ্যুতের খুঁটির নিচে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করার উদ্দেশ্যে বিদ্যুতের খুঁটিতে উঠলে শর্টসার্কিট পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। 

তিনি আরও বলেন, এ সময় বৈদ্যুতিক তার কাটার জন্য একটি প্লাস, খুঁটিতে ওঠার লোহার রড ও সরঞ্জামাদি লাশের পাশে পড়ে থাকতে দেখা যায়। 

মফিজ উদ্দিন বলেন, ‘আরিফ হোসেন আমার ভাতিজা। পেশায় কৃষি শ্রমিক। কোনো দিন বৈদ্যুতিক কাজ করে নাই। এমনকি বাড়ি একটি বাল্বও লাগায় নাই। সে কীভাবে ট্রান্সফরমার চুরি করতে উঠল। আমাদের সন্দেহ মনে হচ্ছে।’ 

বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আযম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি ৩ দপ্তরে ডিজি, একটিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

পদোন্নতি পেয়ে শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন ওবায়দুর রহমান

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুটের দাবি

সড়কে ছড়িয়ে ছিল বিপুলসংখ্যক জাতীয় পরিচয়পত্র, পরে উদ্ধার

নতুন গবেষণা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে ৩ সেনাপ্রধানসহ রাজনীতিবিদেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত