Ajker Patrika

রাজশাহীতে দুই শিশুর মৃত্যু: আইসোলেশনে থাকা মায়ের জ্বর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে দুই শিশুর মৃত্যু: আইসোলেশনে থাকা মায়ের জ্বর

রাজশাহীতে অজানা রোগে মাত্র দুই দিনের ব্যবধানে মারা যাওয়া দুই সহোদর শিশু নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিল না বলে নমুনা পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে। তবে তাদের মৃত্যুর কারণ এখনো অজানা। 

চিকিৎসকেরা ধারণা করেছিলেন, কুড়িয়ে আনা বরই খেয়ে নিপাহ ভাইরাস বা অন্য কোনো প্রাণঘাতী জীবাণুতে আক্রান্ত হয়ে থাকতে পারে শিশু দুটি। দুই শিশুর বাবা–মা কুড়িয়ে আনা সেই বরই না খেলেও শিশুদের মাধ্যমে তাঁরাও সংক্রমিত হয়ে থাকতে পারেন—এমন আশঙ্কায় হাসপাতাল থেকে তাঁদের যেতে দেওয়া হয়নি। 

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডের আইসোলেশন ইউনিটে বাবা–মাকে রাখা হয়েছে। তাঁরা মাশিয়ার মরদেহ দাফনেও যেতে পারেননি। মাশিয়ার সঙ্গে বাবা–মায়েরও নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। সবার রিপোর্টেই নিপাহ ভাইরাস কিংবা মিশেরিয়া ব্যাকটেরিয়ার উপস্থিতি মেলেনি। 

দুই সন্তানকে হারানোর পর আইসোলেশনে মানসিকভাবে ভেঙে পড়লেও শারীরিকভাবে সুস্থ আছেন শিশু দুটির বাবা মনজুর রহমান। তবে মা পলি খাতুনের জ্বর এসেছে। 

আজ রোববার দুপুরের পর পলি খাতুনের জ্বর মেপে দেখা গেছে ১০১ ডিগ্রি। রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘দুপুরে পলি খাতুনের জ্বর দেখলাম ১০১ ডিগ্রি। তিনিও মানসিকভাবে বিপর্যস্ত। সে কারণেও জ্বর হতে পারে। আমরা ওষুধ দিয়েছিলাম। বিকেলে জ্বর একটু কমেছে। আজকের রাতটা পর্যবেক্ষণে রাখব। জ্বর না বাড়লে আগামীকাল (সোমবার) ছুটি দিয়ে দেব।’ 

মারা যাওয়া দুই শিশু হলো—মুনতাহা মারিশা ও মুফতাউল মাশিয়া। আগামী ২ মার্চ মুনতাহা মারিশার বয়স হতো ২ বছর। আর ৩০ মে পাঁচ বছর পূর্ণ হতো মুফতাউল মাশিয়ার বয়স। তাদের বাবার নাম মনজুর রহমান (৩৫) রাজশাহী ক্যাডেট কলেজের গণিতের প্রভাষক। বাড়ি দুর্গাপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে। তবে স্ত্রী পলি খাতুন (৩০) ও দুই মেয়েকে নিয়ে চারঘাটের সারদায় ক্যাডেট কলেজের কোয়ার্টারেই থাকতেন তিনি। 

গত ১৩ ফেব্রুয়ারি কলেজ ক্যাম্পাসের গাছ থেকে পড়া বরই কুড়িয়ে এনে দুই শিশুকে খেতে দিয়েছিলেন গৃহকর্মী। পরদিন ১৪ ফেব্রুয়ারি ছোট মেয়ে মারিশার জ্বর আসে, সঙ্গে বমি। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। দুদিন পর ১৬ ফেব্রুয়ারি মাশিয়ারও জ্বর ও বমি শুরু হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজশাহীর সিএমএইচ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। পরদিন গতকাল শনিবার বিকেলে মাশিয়াও মারা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত