Ajker Patrika

রামেকে করোনায় ২ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৩৩
রামেকে করোনায় ২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে রাজশাহী ও নওগাঁর দুই রোগী মারা গেছেন। তাঁরা করোনা পজিটিভ ছিলেন।

হাসপাতাল দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন তিনজন রোগী ভর্তি হয়েছেন। আর ছাড়পত্র পেয়েছেন দুজন। শনিবর সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ৫৭ জন।

এদিকে রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. নাজমা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। 

ডা. নাজমা আক্তার জানান, ২৪ ঘণ্টায় রাজশাহীতে নয়জন, চাঁপাইনবাবগঞ্জে চার জন, জয়পুরহাটে ১৪ জন, বগুড়ায় ৩৪ জন, সিরাজগঞ্জে ৩৫ জন এবং পাবনায় ৬৮ জন নতুন করোনাক্রান্ত রোগী শনাক্ত হন। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ১০ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

‘আমি আধুনিক পুলিশ, সাংবাদিকদের ভয় করে চলি না’

লন্ডনের আকাশসীমা বন্ধ ঘোষণা, ফ্লাইট বাতিলে ভোগান্তিতে হাজারো যাত্রী

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

মহড়া দিয়ে রাকসু দখলের স্বপ্ন না দেখার পরামর্শ ছাত্রদল নেতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত