Ajker Patrika

নাটোরে ২০ বছর পর ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৬: ২৬
নাটোরে ২০ বছর পর ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

নাটোরে ধর্ষণ মামলায় রাজা হোসেন (৪৩) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ সোমবার বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. আব্দুর রহিম এই রায় দেন। এ সময় রাজা হোসেন উপস্থিত ছিলেন। 

রাজা হোসেন লালপুর উপজেলার ধনঞ্জয়পাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার সময় তাঁর বয়স ছিল ২৩ বছর। 

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে ৩ জুলাই এক কিশোরী (১৩) রাজশাহী থেকে ট্রেনে আব্দুলপুর স্টেশনে এসে নামে। সেখানে থেকে রাজা তাকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ভ্যানে মাধবপুর এলাকায় নিয়ে যান। সেখানে ওই কিশোরীকে আখখেতে নিয়ে ধর্ষণ করেন। পরে তাকে চাচার বাড়িতে নামিয়ে দিয়ে যান। ওই বছরের ৫ জুলাই লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা মামলা করে কিশোরী। 

নাটোর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এই মামলার রায় ঘোষণা করেন বিচারক। জরিমানার টাকা ভুক্তভোগীকে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

হলের নাম পরিবর্তনের প্রতিবাদ করায় বাকৃবির ১৫ ছাত্রীকে বহিষ্কার

ইলিশ, কাবাব, রসমালাই—বাংলাদেশ-পাকিস্তানের নৈশভোজে আরও যা ছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত