Ajker Patrika

রাজশাহীর বিএনপি নেতা দেলোয়ার আর নেই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    
দেলোয়ার হোসেন। ছবি: সংগৃহীত
দেলোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

দেলোয়ার হোসেন রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি নগরের হেতেমখাঁ সবজিপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন।

মৃত্যুকালে দেলোয়ার হোসেন স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাবেক এই ছাত্রনেতা যুবদল থেকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন। সবশেষ তিনি নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আজ বৃহস্পতিবার বাদ জোহর নগরের হেতেমখাঁ মোড়ে দেলোয়ার হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর হেতেমখাঁ কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজা নামাজে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু বকর, জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু, মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশাসহ দলীয় নেতা–কর্মীরা অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত