Ajker Patrika

বিএনপির ১৬ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৫ জুন ২০২৩, ১৭: ১৫
Thumbnail image

দলীয় সিদ্ধান্ত অমান্য করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৬ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করা হয়েছে। গতকাল রোববার রাজশাহী মহানগর বিএনপি এসব নেতার তালিকা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়েছে। 

মহানগর বিএনপি দলের রাজপাড়া থানার সাবেক সহসভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বদিউজ্জামান বদি, ১১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ও কাউন্সিলর প্রার্থী আবু বকর কিনু, শাহমখদুম থানা বিএনপির সাবেক সহসভাপতি ও ১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. টুটুল, শাহমখদুম থানার সাবেক সহসম্পাদক আবদুস সোবহান লিটন, নগর যুবদলের সাবেক সহসভাপতি ও ১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী বেলাল হোসেন একই ওয়ার্ডের প্রার্থী ও নগর যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক রনি হোসেন রুহুলের নাম পাঠিয়েছে কেন্দ্রে। 

এ ছাড়া নগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুরুজ্জামান টিটু, ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর প্রার্থী মির্জা রিপন, ২৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী বোয়ালিয়া থানা (পূর্ব) যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলিফ আল মাহমুদ লুকেন, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও ২৭ নম্বরের প্রার্থী আনোয়ারুল আমিন আজব, মতিহার থানা বিএনপির সাবেক সহসভাপতি ও ২৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী আশরাফুল হাসান বাচ্চুর নাম পাঠানো হয়েছে কেন্দ্রীয় কমিটির কাছে। 

সংরক্ষিত নারী আসনেও মহানগর মহিলা দলের পাঁচজন ভোটে অংশ নিয়েছেন। তাঁদের নামের তালিকাও দেওয়া হয়েছে কেন্দ্রে। তাঁরা হলেন সাংগঠনিক সম্পাদক ও ৭, ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী মুসলিমা বেগম বেলী; বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের প্রার্থী আলতাফুন নেসা পুতুল; যুগ্ম সম্পাদক ও ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী সামসুন নাহার; সহসভাপতি ও ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী শাহানাজ বেগম শিখা এবং যুগ্ম সম্পাদক ও ২৫, ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী আয়েশা খাতুন মুক্তি। 

বিএনপির ওই সব নেতার মধ্যে আবদুস সোবহান লিটন, বেলাল হোসেন, আনোয়ারুল আমিন আজব ও আশরাফুল হাসান বাচ্চু বর্তমান কাউন্সিলর এবং মুসলিমা বেগম বেলী ও সামসুন নাহার সংরক্ষিত নারী আসনের বর্তমান কাউন্সিলর। ভোটে অংশ নিতে সম্প্রতি বেলী দল থেকে পদত্যাগ করেন। 

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা বলেন, ‘বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নিচ্ছে না। দলের এমন সিদ্ধান্ত অমান্য করে দলের যেসব নেতা রাজশাহী সিটি নির্বাচনে অংশ নিয়েছেন, তাঁদের তালিকা কেন্দ্র থেকে চাওয়া হয়েছে। আমরা তালিকা করে পাঠিয়ে দিয়েছে। তাঁদের বিষয়ে এখন কেন্দ্র থেকেই ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত