নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগ মনোনীয় প্রার্থী এবং স্বতন্ত্র (বর্তমান সংসদ সদস্য) প্রার্থীর সমর্থকদের হাতুড়িপেটার পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এ আসনের বর্তমান এমপি এনামুল হক এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। আর আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তাহেরপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র আবুল কালাম আজাদ। দীর্ঘদিন ধরেই তাদের বিরোধ।
আবুল কালাম আজাদের অভিযোগ, তার যাত্রাগাছি ভোটকেন্দ্র পরিচালনা কমিটির সদস্যসচিব মাহাবুর রহমানকে (৪২) আজ রোববার দুপুরে তুলে নিয়ে গিয়ে হাতুড়িপেটা করা হয়েছে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মাহাবুর এমপি এনামুল হকের নিজের ইউনিয়ন মাড়িয়ার তেলিপুকুর গাঙ্গোপাড়া গ্রামের বাসিন্দা। মাড়িয়া ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি তিনি।
আবুল কালাম আজাদ বলেন, দুপুরে মাহাবুর রহমান স্থানীয় গাঙ্গোপাড়া মোড়ের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক ওরফে আর্ট বাবুর নেতৃত্বে চার-পাঁচটি মোটরসাইকেল নিয়ে বেশ কয়েকজন যুবক সেখানে যান। তারা চায়ের দোকান থেকে মাহাবুর রহমানকে তুলে নিয়ে যান এবং নৌকার নির্বাচন করার বিষয়ে কৌফিয়ত চান। এক পর্যায়ে মাহাবুরকে রাস্তার ওপর ফেলে হাতুড়িপেটা করা হয়। এরপর আহত অবস্থায় তাকে ফেলে গেলে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান।
আবুল কালাম আজাদ আরও বলেন, এ ঘটনায় আর্ট বাবুসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। হামলার শিকার তার কর্মী নিজেই বাদী হয়ে অভিযোগ করছেন। অভিযুক্ত আর্ট বাবু এক সময়ের সর্বহারা ক্যাডার। তিনি আত্মসমর্পণ করেছিলেন। পরে এমপি এনামুলের মাধ্যমে রাজনীতিতে এসেছেন। এক সময়ের এই ক্যাডারকে এমপি কৃষক লীগের নেতা বানিয়েছেন। তার নেতৃত্বে নৌকার সমর্থকদের ওপর হামলা চলছে। আগের দিন শনিবারও এমন ঘটনা ঘটেছে।
এ আসনের বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী এনামুল হক দাবি করেন, ‘দুপুরের ওই ঘটনার পর তার অন্তত ২০ নেতা কর্মীকে মারধর করা হয়েছে। এরমধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী ও মহিলা আওয়ামী লীগের কর্মী সেলিনা বেগমকে হাতুড়িপেটা করা হয়েছে।’ এনামুল দাবি করেন, এই দুই নারী সিএনজি অটোরিকশায় চেপে তার বাসায় আসছিলেন। সন্ধ্যায় মাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে সিএনজি থেকে নামিয়ে তাদের হাতুড়িপেটা করা হয়েছে। এ ছাড়া তাদের বহনকারী সিএনজি অটোরিকশাটিও ভাঙচুর করা হয়েছে।
তবে ঘটনার পর এই দুই নারী নেত্রীকে অবশ্য হাসপাতালে ভর্তি করা হয়নি। রাত ৯টার দিকে এমপি এনামুল হক বলেন, আহত দুই নারী এখন তার বাসায় আছেন। তিনি দাবি করেন, ‘সন্ধ্যার পর বাগমারার ভবানীগঞ্জ গোডাউন মোড়ে তাণ্ডব চালিয়েছে নৌকার সমর্থকেরা। প্রায় ৫০-৬০ জন মিলে তার অন্তত ২০ কর্মী-সমর্থককে মেরেছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।’
জানতে চাইলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, দুপুরের ঘটনায় একজন আহত হয়েছে শুনেছি। তারা অভিযোগ দেবেন বলে জানিয়েছেন। সন্ধ্যার বিষয়ে পুলিশ এখনো কিছু জানে না। খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগ মনোনীয় প্রার্থী এবং স্বতন্ত্র (বর্তমান সংসদ সদস্য) প্রার্থীর সমর্থকদের হাতুড়িপেটার পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এ আসনের বর্তমান এমপি এনামুল হক এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। আর আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তাহেরপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র আবুল কালাম আজাদ। দীর্ঘদিন ধরেই তাদের বিরোধ।
আবুল কালাম আজাদের অভিযোগ, তার যাত্রাগাছি ভোটকেন্দ্র পরিচালনা কমিটির সদস্যসচিব মাহাবুর রহমানকে (৪২) আজ রোববার দুপুরে তুলে নিয়ে গিয়ে হাতুড়িপেটা করা হয়েছে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মাহাবুর এমপি এনামুল হকের নিজের ইউনিয়ন মাড়িয়ার তেলিপুকুর গাঙ্গোপাড়া গ্রামের বাসিন্দা। মাড়িয়া ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি তিনি।
আবুল কালাম আজাদ বলেন, দুপুরে মাহাবুর রহমান স্থানীয় গাঙ্গোপাড়া মোড়ের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক ওরফে আর্ট বাবুর নেতৃত্বে চার-পাঁচটি মোটরসাইকেল নিয়ে বেশ কয়েকজন যুবক সেখানে যান। তারা চায়ের দোকান থেকে মাহাবুর রহমানকে তুলে নিয়ে যান এবং নৌকার নির্বাচন করার বিষয়ে কৌফিয়ত চান। এক পর্যায়ে মাহাবুরকে রাস্তার ওপর ফেলে হাতুড়িপেটা করা হয়। এরপর আহত অবস্থায় তাকে ফেলে গেলে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান।
আবুল কালাম আজাদ আরও বলেন, এ ঘটনায় আর্ট বাবুসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। হামলার শিকার তার কর্মী নিজেই বাদী হয়ে অভিযোগ করছেন। অভিযুক্ত আর্ট বাবু এক সময়ের সর্বহারা ক্যাডার। তিনি আত্মসমর্পণ করেছিলেন। পরে এমপি এনামুলের মাধ্যমে রাজনীতিতে এসেছেন। এক সময়ের এই ক্যাডারকে এমপি কৃষক লীগের নেতা বানিয়েছেন। তার নেতৃত্বে নৌকার সমর্থকদের ওপর হামলা চলছে। আগের দিন শনিবারও এমন ঘটনা ঘটেছে।
এ আসনের বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী এনামুল হক দাবি করেন, ‘দুপুরের ওই ঘটনার পর তার অন্তত ২০ নেতা কর্মীকে মারধর করা হয়েছে। এরমধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী ও মহিলা আওয়ামী লীগের কর্মী সেলিনা বেগমকে হাতুড়িপেটা করা হয়েছে।’ এনামুল দাবি করেন, এই দুই নারী সিএনজি অটোরিকশায় চেপে তার বাসায় আসছিলেন। সন্ধ্যায় মাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে সিএনজি থেকে নামিয়ে তাদের হাতুড়িপেটা করা হয়েছে। এ ছাড়া তাদের বহনকারী সিএনজি অটোরিকশাটিও ভাঙচুর করা হয়েছে।
তবে ঘটনার পর এই দুই নারী নেত্রীকে অবশ্য হাসপাতালে ভর্তি করা হয়নি। রাত ৯টার দিকে এমপি এনামুল হক বলেন, আহত দুই নারী এখন তার বাসায় আছেন। তিনি দাবি করেন, ‘সন্ধ্যার পর বাগমারার ভবানীগঞ্জ গোডাউন মোড়ে তাণ্ডব চালিয়েছে নৌকার সমর্থকেরা। প্রায় ৫০-৬০ জন মিলে তার অন্তত ২০ কর্মী-সমর্থককে মেরেছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।’
জানতে চাইলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, দুপুরের ঘটনায় একজন আহত হয়েছে শুনেছি। তারা অভিযোগ দেবেন বলে জানিয়েছেন। সন্ধ্যার বিষয়ে পুলিশ এখনো কিছু জানে না। খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১ ঘণ্টা আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৯ ঘণ্টা আগে