নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সুগার মিলে চিনির দাম বেশি চাওয়ার প্রতিবাদ করায় রফিকুল ইসলাম নামে এক মৌসুমি চালককে ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর লোকজন সুগার মিলের প্রশাসনিক ভবনে পাল্টা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় মারফুল ইসলাম দুলাল নামে মিলের এক ওজনদার আহত হন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার দুপুরে রাজশাহী সুগার মিলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, এক বস্তা (৫০ কেজি) চিনির দাম ৬ হাজার ২০০ টাকা। কিন্তু তাঁর কাছে সাড়ে ৬ হাজার টাকা চাওয়া হয়। এর প্রতিবাদ করলে রেশন বিতরণের দায়িত্বে থাকা করণিক শাহীনুর রহমান ও ওজনদার মারফুল বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। এতে চোখের নিচে জখম হয়। মার খেয়ে তিনি চিনিকল থেকে বের হয়ে বাসায় চলে যান। এ সময় তাঁকে রক্তাক্ত দেখে ‘এলাকার ছেলেরা’ চিনিকলে হামলা চালায়।
রেশন করণিক শাহীনুর বলেন, দুপুরের দিকে রফিকুল রেশনের এক মণ চিনি নিতে আসেন। এ সময় তাঁর কাছে চিনির দাম ছাড়াও বস্তার দাম বাবদ আরও ২০ টাকা চাইলে তর্কবিতর্ক শুরু করেন। এর জেরে রফিকুল ফোন করে নিজের এলাকা শ্যামপুরের লোকজনকে ডাকেন। কিছুক্ষণ পর একদল দুর্বৃত্ত এসে প্রশাসন ভবনে হামলা করে। এ সময় তাঁকে ও মারফুলকে মারধর করে তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবীর বলেন, ‘হামলাকারীরা তিনতলা প্রশাসন ভবনের প্রতিটি ফ্লোরেই কর্মকর্তা-কর্মচারীদের কক্ষ ভাঙচুর করেছে। চেয়ার, টেবিল ও টেবিলের কাচ ভাঙা হয়েছে। সাতটি কম্পিউটার ও প্রিন্টার ভেঙে ফেলা হয়েছে। চিনি বিক্রির কিছু টাকাও লুট হয়েছে। এ ব্যাপারে আমরা দ্রুতই থানায় একটা অভিযোগ দায়ের করব।’
তিনি বলেন, ‘কেন এমন ঘটনা ঘটেছে, সেটা এখনই বলতে পারছি না। পুলিশ এসেছে, তদন্ত করছে।’
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ‘প্রাথমিক তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহী সুগার মিলে চিনির দাম বেশি চাওয়ার প্রতিবাদ করায় রফিকুল ইসলাম নামে এক মৌসুমি চালককে ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর লোকজন সুগার মিলের প্রশাসনিক ভবনে পাল্টা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় মারফুল ইসলাম দুলাল নামে মিলের এক ওজনদার আহত হন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার দুপুরে রাজশাহী সুগার মিলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, এক বস্তা (৫০ কেজি) চিনির দাম ৬ হাজার ২০০ টাকা। কিন্তু তাঁর কাছে সাড়ে ৬ হাজার টাকা চাওয়া হয়। এর প্রতিবাদ করলে রেশন বিতরণের দায়িত্বে থাকা করণিক শাহীনুর রহমান ও ওজনদার মারফুল বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। এতে চোখের নিচে জখম হয়। মার খেয়ে তিনি চিনিকল থেকে বের হয়ে বাসায় চলে যান। এ সময় তাঁকে রক্তাক্ত দেখে ‘এলাকার ছেলেরা’ চিনিকলে হামলা চালায়।
রেশন করণিক শাহীনুর বলেন, দুপুরের দিকে রফিকুল রেশনের এক মণ চিনি নিতে আসেন। এ সময় তাঁর কাছে চিনির দাম ছাড়াও বস্তার দাম বাবদ আরও ২০ টাকা চাইলে তর্কবিতর্ক শুরু করেন। এর জেরে রফিকুল ফোন করে নিজের এলাকা শ্যামপুরের লোকজনকে ডাকেন। কিছুক্ষণ পর একদল দুর্বৃত্ত এসে প্রশাসন ভবনে হামলা করে। এ সময় তাঁকে ও মারফুলকে মারধর করে তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবীর বলেন, ‘হামলাকারীরা তিনতলা প্রশাসন ভবনের প্রতিটি ফ্লোরেই কর্মকর্তা-কর্মচারীদের কক্ষ ভাঙচুর করেছে। চেয়ার, টেবিল ও টেবিলের কাচ ভাঙা হয়েছে। সাতটি কম্পিউটার ও প্রিন্টার ভেঙে ফেলা হয়েছে। চিনি বিক্রির কিছু টাকাও লুট হয়েছে। এ ব্যাপারে আমরা দ্রুতই থানায় একটা অভিযোগ দায়ের করব।’
তিনি বলেন, ‘কেন এমন ঘটনা ঘটেছে, সেটা এখনই বলতে পারছি না। পুলিশ এসেছে, তদন্ত করছে।’
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ‘প্রাথমিক তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশালের মুলাদীতে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে বাড়ির এক চাচাকে জুতাপেটা করেছে এক কলেজছাত্রী। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই কলেজছাত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন চাচাতো ভাইয়েরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরকালেখান ইউনিয়নের কায়েতমারা গ্রামে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেনেত্রকোনার মোহনগঞ্জে মৃত দেখিয়ে দেড় বছর ধরে বয়স্ক ভাতাবঞ্চিত রাখা সেই সুরধ্বনী রানী করের (৭৮) অবশেষে টাকা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সুরধ্বনী চলতি মার্চ মাস থেকে ভাতা পাবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।
২৭ মিনিট আগেরাজধানীর হাতিরঝিলে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই দৃশ্যটি শুটিংয়ের (অভিনয়) দৃশ্য বলে ডিএমপি জানিয়েছে।
১ ঘণ্টা আগেবিয়ের প্রলোভনে এক কিশোরীকে (১৬) ধর্ষণ করে আসছিলেন এক যুবক। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই কিশোরী। এদিকে কথিত প্রেমিক মো. আবুল কালাম (২৬) গত বুধবার অন্যত্র বিয়ে করেন। এ ঘটনায় অভিযোগ পেয়ে গতকাল বৃহস্পতিবার রাতে বাসরঘর থেকে অভিযুক্ত কালামকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকারও করেন...
১ ঘণ্টা আগে