রাবি প্রতিনিধি
বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি একাডেমিক ভবনে তালা দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী এসে তালা ঝুলিয়ে দেন। আড়াই ঘণ্টা পর সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নির্দেশে তালা খুলে দেন নিরাপত্তা কাজে নিয়োজিত প্রহরীরা।
তালা দেওয়া ভবন তিনটি হলো—বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন ও কৃষি অনুষদ ভবন, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ একাডেমিক ভবন।
বিশ্ববিদ্যালয় সূত্র ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল সাড়ে ৫টার দিকে ছাত্রদলের পাঁচ-সাতজন নেতা-কর্মী মোটরসাইকেলে গিয়ে ভবন দুটিতে তালা লাগিয়ে দেন। এ সময় তালার সঙ্গে ‘অবরোধ’ লেখা সংবলিত একটি প্ল্যাকার্ড ঝুলিয়ে দেন তাঁরা। তালা লাগানোর সময় ছিলেন ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন, সাধারণ সদস্য ও বিভিন্ন হল ইউনিটের নেতা-কর্মী আব্দুল্লাহ আল নাফী, আব্দুল্লাহ আল নিশাত, সামাদ মুবিন, সিয়াম বিন আইয়ুব প্রমুখ।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী ও সদস্যসচিব শামসুদ্দিন চৌধুরী সানিনের নির্দেশেই এই তালা লাগানো হয়েছিল বলে জানিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি জানতে পেরে প্রক্টর নিরাপত্তা প্রহরীদের তালা খুলে দিতে বলেন। পরে সকাল ৮টার দিকে তালা খুলে দেওয়া হয়।
এ বিষয়ে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নিরাপত্তা প্রহরী আলমগীর হোসেন বলেন, ‘ভোর সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলের আওয়াজ শুনেছি। পরে বাইরে এসে দেখি কারা যেন গেটে তালা ঝুলিয়ে দিয়েছে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘স্বৈরাচার সরকারের পতনের দাবিতে আমরা আন্দোলন করছি। শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সমর্থন রয়েছে। তাই তিন দিনের অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আমরা একাডেমিক ভবনে তালা লাগিয়েছি।’
তালা লাগানোর ঘটনা স্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুদ্দিন চৌধুরী সানিন আজকের পত্রিকাকে বলেন, ‘জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং শেখ হাসিনার পতনের দাবিতে আমাদের দল তিন দিনের অবরোধ কর্মসূচি দিয়েছে। ভোটের অধিকার প্রতিষ্ঠায় অবরোধকে সমর্থন জানিয়ে আমরা কর্মসূচির অংশ হিসেবে একাডেমিক ভবনে তালা ঝুলিয়েছি। আমাদের পর্যায়ক্রমে এমন কর্মসূচি পালিত হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘কারা যেন কয়েকটি একাডেমিক ভবনে একটা করে তালা লাগিয়েছিল। গার্ডকে সেগুলো খুলে ফেলতে বলা হয়েছে। সকাল ৮টার দিকে তারা তালা খুলে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকালের বাসগুলো নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে ক্যাম্পাস থেকে ছেড়ে গেছে।’
বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি একাডেমিক ভবনে তালা দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী এসে তালা ঝুলিয়ে দেন। আড়াই ঘণ্টা পর সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নির্দেশে তালা খুলে দেন নিরাপত্তা কাজে নিয়োজিত প্রহরীরা।
তালা দেওয়া ভবন তিনটি হলো—বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন ও কৃষি অনুষদ ভবন, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ একাডেমিক ভবন।
বিশ্ববিদ্যালয় সূত্র ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল সাড়ে ৫টার দিকে ছাত্রদলের পাঁচ-সাতজন নেতা-কর্মী মোটরসাইকেলে গিয়ে ভবন দুটিতে তালা লাগিয়ে দেন। এ সময় তালার সঙ্গে ‘অবরোধ’ লেখা সংবলিত একটি প্ল্যাকার্ড ঝুলিয়ে দেন তাঁরা। তালা লাগানোর সময় ছিলেন ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন, সাধারণ সদস্য ও বিভিন্ন হল ইউনিটের নেতা-কর্মী আব্দুল্লাহ আল নাফী, আব্দুল্লাহ আল নিশাত, সামাদ মুবিন, সিয়াম বিন আইয়ুব প্রমুখ।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী ও সদস্যসচিব শামসুদ্দিন চৌধুরী সানিনের নির্দেশেই এই তালা লাগানো হয়েছিল বলে জানিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি জানতে পেরে প্রক্টর নিরাপত্তা প্রহরীদের তালা খুলে দিতে বলেন। পরে সকাল ৮টার দিকে তালা খুলে দেওয়া হয়।
এ বিষয়ে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নিরাপত্তা প্রহরী আলমগীর হোসেন বলেন, ‘ভোর সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলের আওয়াজ শুনেছি। পরে বাইরে এসে দেখি কারা যেন গেটে তালা ঝুলিয়ে দিয়েছে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘স্বৈরাচার সরকারের পতনের দাবিতে আমরা আন্দোলন করছি। শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সমর্থন রয়েছে। তাই তিন দিনের অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আমরা একাডেমিক ভবনে তালা লাগিয়েছি।’
তালা লাগানোর ঘটনা স্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুদ্দিন চৌধুরী সানিন আজকের পত্রিকাকে বলেন, ‘জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং শেখ হাসিনার পতনের দাবিতে আমাদের দল তিন দিনের অবরোধ কর্মসূচি দিয়েছে। ভোটের অধিকার প্রতিষ্ঠায় অবরোধকে সমর্থন জানিয়ে আমরা কর্মসূচির অংশ হিসেবে একাডেমিক ভবনে তালা ঝুলিয়েছি। আমাদের পর্যায়ক্রমে এমন কর্মসূচি পালিত হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘কারা যেন কয়েকটি একাডেমিক ভবনে একটা করে তালা লাগিয়েছিল। গার্ডকে সেগুলো খুলে ফেলতে বলা হয়েছে। সকাল ৮টার দিকে তারা তালা খুলে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকালের বাসগুলো নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে ক্যাম্পাস থেকে ছেড়ে গেছে।’
পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রিমি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে লতাচাপলী ইউনিয়নের আলীপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকায় গুলিতে নিহত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা রিপন মিয়ার (২৮) লাশ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বাধা দিয়েছেন মামলার বাদী ও নিহতের বড় ভাই আক্তার হোসেন।
২৬ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আহত হয়েছেন আরও চারজন।
১ ঘণ্টা আগেকুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।
১ ঘণ্টা আগে