Ajker Patrika

ইউপি চেয়ারম্যানকে চেয়ার ছুড়ে লাঞ্ছনার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

নাটোর প্রতিনিধি
আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১৭: ০৩
ইউপি চেয়ারম্যানকে চেয়ার ছুড়ে লাঞ্ছনার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের হয়বতপুর ইনসানিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক জাফর বরকতের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে লাঞ্ছনা করার অভিযোগ উঠেছে।

মাদ্রাসার কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগের ভিডিও ধারণ করার সময় একটি বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরাম্যানকেও লাঞ্ছনা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সাংবাদিককে উদ্ধারে গেলে মাদ্রাসার শিক্ষক জাফর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে চেয়ার ছুড়ে মারেন বলে অভিযোগ রয়েছে। 

আজ বুধবার দুপুরে হয়বতপুর ইনসানিয়া ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা বলছেন, মাদ্রাসার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের জন্য প্রতিবেদন তৈরি করতে যান ওই টেলিভিশনের ক্যামেরাম্যান সৌম্য তালুকদার। অধ্যক্ষ মাহবুব শরিফের অনুমতি নিয়ে সৌম্য মাদ্রাসা ভবনের ফুটেজ সংগ্রহের সময় সহকারী অধ্যাপক জাফর বরকত তাঁর দিকে তেড়ে আসেন এবং ক্যামেরা কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন। এ সময় তাঁকে রাষ্ট্রদ্রোহী, নাশকতাকারী বলে গালাগাল দিতে থাকেন। এ ঘটনা জানার পর বাইরে থেকে কিছু লোক সেখানে উপস্থিত হলে ওই শিক্ষক আরও চড়াও হন। মাদ্রাসার পাশ দিয়ে যাওয়ার সময় ওই অবস্থায় চেয়ারম্যান নুরুজ্জামান কালু বিষয়টি জানার চেষ্টা করেন এবং মাদ্রাসায় প্রবেশ করেন। এ সময় চেয়ারম্যানের ওপরও চড়াও হন জাফর বরকত। চেয়ারম্যান কালুকে প্রথমে ধাক্কা ও পরে চেয়ার ছুড়ে মারেন ওই শিক্ষক। এ ঘটনায় উত্তেজিত জনগণ শিক্ষক জাফরকে টেনে-হিঁচড়ে মাদ্রাসা থেকে বের করে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। চেয়ারম্যান নুরুজ্জামান কালু সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে পুলিশ জাফরকে উদ্ধার করে থানায় নিয়ে যান। 

ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালু বলেন, ‘মাদ্রাসাটিতে অনিয়ম ও দুর্নীতির নানান অভিযোগের কথা শোনা যায়। সম্প্রতি সেখানে অনিয়মের মাধ্যমে কমিটি করা হয়েছে বলে জেনেছি। আজকে একজন সাংবাদিক হামলার শিকার হয়েছেন শুনে এগিয়ে গিয়ে আমি নিজেই হামলার শিকার হলাম। একজন শিক্ষক কার উৎসাহে একজন জনপ্রতিনিধির ওপর চেয়ার ছুড়ে মারার সাহস পান, তা খুঁজে বের করার দাবি করছি।’ 

মাদ্রাসার অধ্যক্ষ মাহবুব শরীফ বলেন, ‘উত্তেজিত জনতা ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত হতে দেখে শিক্ষক জাফরের ওপর চড়াও হয়। এতে শিক্ষক জাফর কিছুটা আহত হয়েছেন। বর্তমানে তাঁকে মাদ্রাসায় রাখা হয়েছে।’

এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের অভিযোগ শুনেছি। এ ঘটনায় উভয় পক্ষ থেকেই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত