নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ (রোববার) তিনি নিজের পদত্যাগপত্রটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পাঠান। এরপর মন্ত্রণালয় পদত্যাগপত্রটি গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছে।
মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বর্তমান মেয়রের পদ থেকে পদত্যাগের জন্য (২১ মে, রোববার) পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে।
অপর এক অফিস আদেশে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার হাতে সংস্থার সব প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ করা হয়। নির্বাচনের পর নতুন মেয়র দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত তিনি সিটি করপোরেশনের এই দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের বর্তমানে প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন।
আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এএইচএম খায়রুজ্জামান লিটনকে আবারও মনোনয়ন দেওয়া হয়েছে। এ জন্য বিধি অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের আগে মেয়রের পদ থেকে পদত্যাগ করলেন খায়রুজ্জামান লিটন। ২০১৮ সাল থেকে তিনি দ্বিতীয়বারের মতো রাজশাহী সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে ২০০৮ সালের নির্বাচনে প্রথমবার মেয়র হয়েছিলেন তিনি। তবে ২০১৩ সালের নির্বাচনে তিনি পরাজিত হন বিএনপির প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের কাছে।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ (রোববার) তিনি নিজের পদত্যাগপত্রটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পাঠান। এরপর মন্ত্রণালয় পদত্যাগপত্রটি গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছে।
মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বর্তমান মেয়রের পদ থেকে পদত্যাগের জন্য (২১ মে, রোববার) পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে।
অপর এক অফিস আদেশে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার হাতে সংস্থার সব প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ করা হয়। নির্বাচনের পর নতুন মেয়র দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত তিনি সিটি করপোরেশনের এই দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের বর্তমানে প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন।
আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এএইচএম খায়রুজ্জামান লিটনকে আবারও মনোনয়ন দেওয়া হয়েছে। এ জন্য বিধি অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের আগে মেয়রের পদ থেকে পদত্যাগ করলেন খায়রুজ্জামান লিটন। ২০১৮ সাল থেকে তিনি দ্বিতীয়বারের মতো রাজশাহী সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে ২০০৮ সালের নির্বাচনে প্রথমবার মেয়র হয়েছিলেন তিনি। তবে ২০১৩ সালের নির্বাচনে তিনি পরাজিত হন বিএনপির প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের কাছে।
আবারও গাছ কেটে ভবন নির্মাণের সব আয়োজন সম্পন্ন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। এবার গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে পদার্থবিজ্ঞান বিভাগের পেছনে ও পরিবেশবিজ্ঞান বিভাগের সামনের জঙ্গলটি। এতে অর্ধশতাধিক গাছ কাটা পড়বে বলে ধারণা করা....
৩ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে মোবাইল ফোন চুরির অভিযোগ এনে ছুরিকাঘাতে মো. নজিমুল্লাহ (২৫) নামে এক যুবক মারা গেছে। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নজিমুল্লাহ ওই এলাকার রহিম উল্লাহর ছেলে...
৬ মিনিট আগেভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
৩৪ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
৩৬ মিনিট আগে