Ajker Patrika

সিরাজগঞ্জে ঘুষ নেওয়ার অভিযোগে স্যানিটারি ইন্সপেক্টরকে শোকজ

প্রতিনিধি, সিরাজগঞ্জ 
সিরাজগঞ্জে ঘুষ নেওয়ার অভিযোগে স্যানিটারি ইন্সপেক্টরকে শোকজ

সিরাজগঞ্জের তাড়াশে মরিচ ব্যবসায়ীর থেকে পণ্যে ভেজাল আছে বলে ঘুষ দাবি করায় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নৈশ প্রহরীকে শোকজ করা হয়েছে। এ ঘটনায় ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শোকজপ্রাপ্তরা হলেন তাড়াশ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এস. এম শহিদুল ইসলাম রন্টু ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা হাসপাতালের নৈশ প্রহরী গৌড়ী চাঁদ তালুকদার।

আজ বৃহস্পতিবার তাড়াশ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিয়া শোভন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৫ সেপ্টেম্বর ইউএইচসি/তাড়াশ/সিরাজগঞ্জ/ ২০২১ / ১৭৫-১৭৬ নং স্মারকে ৫টি নির্দেশনা দিয়ে তাদের দুজনকে কৈফিয়ত তলব করা হয়েছে। 

এর আগে গত মঙ্গলবার তাড়াশ উপজেলার ধামাইচ হাটের মসলা ও তেল বিক্রেতা ইমদাদুল হকের নিকট পণ্যে ভেজাল রয়েছে অভিযোগ তুলে স্যানিটারি ইন্সপেক্টর ঘুষ দাবি করেন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত জনতা স্যানিটারি ইন্সপেক্টর ও নৈশ প্রহরীকে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে এস এম শহিদুল ইসলাম রন্টু ও নৈশ প্রহরী গোড়া চাঁদকে উদ্ধার করে থানায় নেওয়া হয়। পরে রাত ৯টা দিকে মুচলেকা দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ দুজনকে নিজ জিম্মায় ছাড়িয়ে আনেন।। 

সিরাজগঞ্জ সিভিল সার্জন ড. রামপদ রায় জানান, ঘুষ দাবির অভিযোগে তাদের দুজনকে শোকজ করা হয়েছে এবং একটি টিমকে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তপূর্বক আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে ঘুষ দাবির অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সিরাজগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি জানান, স্যানিটারি ইন্সপেক্টর এস এম শহিদুল ইসলাম রন্টু জেলা কৃষক লীগের বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত