Ajker Patrika

ঈদের আগে খুলে দেওয়া হবে পাঁচলিয়া ওভারব্রিজ, উত্তরবঙ্গবাসী বাড়ি ফিরবে স্বস্তিতে

সিরাজগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

বঙ্গবন্ধু সেতু গোলচত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত ২২ কিলোমিটার এবং হাটিকুমরুল থেকে রায়গঞ্জ পর্যন্ত সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে সংস্কার করা হয়েছে। যেখানে যেখানে খানাখন্দ ছিল তাও সংস্কার করা হয়েছে। আগামী ৪ এপ্রিলের মধ্যে পুরো সড়ক চার লেনে উন্নীত হবে। ফলে আসন্ন ঈদুল ফিতরের আগেই খুলে দেওয়া হবে পাঁচলিয়া ওভারব্রিজ। এতে এবার ঈদে স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারবেন উত্তরবঙ্গের মানুষ।

সাউথ এশিয়ান সাব-রিজওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক-৩) সড়ক উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান বলেন, ‘সাসেক সড়ক প্রকল্প এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত চলছে। প্রতিবার যেটা হয় উত্তরবঙ্গের ঈদ যাত্রা নিয়ে শঙ্কা থাকে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। গত বছরের তুলনাই অনেক ভালো আছে সড়ক। গত বছরও কোনো সদস্য হয়নি। এ বছরও হবে না। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়ক থেকে বগুড়ার মোকামতলা পর্যন্ত হয়ে রংপুর পর্যন্ত পুরোটাই চার লেনের ফ্যাসিলিটি দিয়ে দেওয়া হয়েছে।’ 

মাহবুবুর রহমান আরও বলেন, ‘বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত ২২ কিলোমিটার সড়কের কিছু কিছু জায়গায় ছয় লেনও নির্মাণ করা হয়েছে। পাঁচলিয়া, সয়দাবাদ, কড্ডার মোড় ওভারব্রিজ গুলো চালু করে দেওয়া হয়েছে। আর হাটিকুমরুল থেকে বগুড়ার মির্জাপুর পর্যন্ত কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। সড়কে যেখানে যেখানে খানা খন্দ ছিল তাও সংস্কার করে দেওয়া হয়েছে। ঈদে ঘরে ফেরা মানুষ যাতে ভোগান্তিতে না পড়তে হয় এ জন্য খুলে দেওয়া হবে পাঁচলিয়া ওভারব্রিজ। আগামী ৪ এপ্রিলের মধ্যে পুরো সড়ক চার লেনে উন্নীত হবে। আশা করি এবার ঈদে উত্তরবঙ্গবাসীর কোনো শঙ্কায় পড়তে হবে না। স্বস্তি নিয়ে মানুষ বাড়ি ফিরতে পারবে।’

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ‘ঈদযাত্রায় মানুষের যেন কোনো ভোগান্তি না হয় এ জন্য আমরা সড়ক বিভাগ ও সাসেক প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামত করার কথা জানিয়েছি। ইতিমধ্যে তাঁরা কাজ শুরু করেছে। ৪ এপ্রিলের মধ্যে পুরো মহাসড়ক সংস্কার কাজ শেষ হবে। কোথাও কোনো সমস্যা থাকবে না। সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে। কোথাও কোনো সমস্যা দেখা দিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সকল প্রস্তুতি আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত