Ajker Patrika

ডেঙ্গু আক্রান্ত রাবি শিক্ষার্থীর মৃত্যু

রাবি প্রতিনিধি
ডেঙ্গু আক্রান্ত রাবি শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে মুরাদ আহমেদ মৃধা নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী মারা গেছেন। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

মুরাদ আহমেদ মৃধা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় এলাকার একটি মেসে থাকতেন। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার মো. সাত্তার মৃধার ছেলে। 

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ও সহকারী প্রক্টর জাকির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হয়ে বেশ কয়েক দিন আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মুরাদ। তবে তার অসুস্থের বিষয়টি বিভাগের তেমন কেউ জানত না। আজ সন্ধ্যায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মরদেহ তাঁর গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।’ 

অধ্যাপক জাকির আরও বলেন, ‘গত ২৫ জানুয়ারি মুরাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আক্রান্ত হওয়ার বিষয়টি জানায়। কিন্তু কেউ বিভাগকে অবহিত করেনি। বিভাগ বা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে হয়তো তাঁর জন্য আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যেত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত