Ajker Patrika

ভাঙ্গুড়ায় কঠোর লকডাউনের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণ

প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা) 
ভাঙ্গুড়ায় কঠোর লকডাউনের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণ

কোভিড-১৯ সংক্রমণ রোধে চলছে কঠোর লকডাউন। গণপরিবহন, ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে রয়েছেন স্থানীয় প্রশাসন। পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি সোনা সদস্যরা এলাকায় টহল অব্যাহত রেখেছেন। এর মাঝেও পাবনার ভাঙ্গুড়ায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২০টি নমুনার মধ্যে ৮ জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৩ জনে। এদের মধ্যে মারা গেছেন একজন। সুস্থ হয়ে উঠেছেন ৯৪ জন। বাকি ৯৮ জন এখনো অসুস্থ রয়েছেন। অসুস্থদের মধ্যে চারজন হাসপাতালে ও বাকিরা বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা খানম বলেন, উপজেলায় করোনা শনাক্তের হার ৪০ শতাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত