Ajker Patrika

‘বয়কটে’র পর স্ত্রীর সঙ্গে সংসার না করার ঘোষণা হিরো আলমের

বগুড়া প্রতিনিধি
নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে হিরো আলম। ছবি: আজকের পত্রিকা
নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে হিরো আলম। ছবি: আজকের পত্রিকা

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম তাঁর স্ত্রী রিয়া মনির সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছেন। তাঁর অভিযোগ, মুমূর্ষু বাবাকে হাসপাতালে রেখে এক মাস ধরে তিনি লড়াই করলেও রিয়া মনি এক দিনও খোঁজ নিতে আসেননি, এমনকি বাবার মৃত্যুর পর লাশও দেখতে আসেননি।

গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক মারা যান। গতকাল বুধবার বগুড়া শহরতলির এরুলিয়ায় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। ওই দিনই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রিয়া মনিকে ‘বয়কটে’র ঘোষণা দেন হিরো আলম। এরপর রিয়া গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হিরো আলমকে পাল্টা দায়ী করলে আজ বৃহস্পতিবার বিকেলে নিজের বাড়িতে এক সংবাদ সম্মেলনে রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, ‘২০১৭ সালে প্রথম স্ত্রী আমার বিরুদ্ধে বগুড়ায় মামলা করেছিল। সেই মামলা থেকেই প্রথম সংসার ভেঙে যায়। পরে ২০২২ সালে দ্বিতীয় বিয়েও টেকে না। এরপর রিয়া মনির সঙ্গে পরিচয়। ও আমার প্রযোজিত সিনেমার নায়িকা ছিল। পরে আমরা বিয়ে করি।’

আশরাফুল আলম অভিযোগ করে বলেন, ‘বিয়ের পর থেকে বিভিন্ন সময় না জানিয়ে রিয়া অন্যদের সঙ্গে কনটেন্ট করেছে। আমি বারবার নিষেধ করার পরও সে শোনেনি। সর্বশেষ আমি যখন বাবার সঙ্গে হাসপাতালে ব্যস্ত, তখন রিয়া অন্য ছেলেদের সঙ্গে শুটিং করে সেটা ফেসবুকে পোস্ট করেছে। বাবার মৃত্যুর পরও সে বা তার পরিবার কেউই সামনে আসেনি। এমন স্ত্রীর সঙ্গে সংসার রাখা যায়?’

হিরো আলম বলেন, ‘রিয়া গণমাধ্যমে আমাকে নিয়ে যেসব কথা বলেছে, সেগুলোও মানহানিকর। এসব দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি—ঢাকায় গিয়ে তাঁকে তালাক দেব। এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই।’

এ বিষয়ে রিয়া মনির বক্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

হিরো আলম ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আলোচনা সৃষ্টি করেন। ওই বছরের ২৩ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত