Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৫: ৫৭
চাঁপাইনবাবগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপরাজারামপুরের কুমারপাড়ার মো. রুবেল, হুমায়ন কবির ও মাহবুব আলম। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রায় ঘোষণার সময় মো. রুবেল ও হুমায়ান কবির আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি মাহবুব আলম পলাতক রয়েছেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের সরকারি কৌঁসুলি রবিউল ইসলাম। 

সরকারি কৌঁসুলি রবিউল ইসলাম জানান, ২০১২ সালের ৩১ আগস্ট রাতে আসামিরা কুমারপাড়ার প্রবাসী নাসিরুদ্দীনের স্ত্রী নাসিমা বেগম ও চার বছরের মেয়ে নিলাকে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গলা কেটে ও শ্বাসরোধে হত্যা করেন। পরদিন পুলিশ ওই বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ ও হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে। পরে নাসিমার বাবা তৈমুর রহমান বাদী হয়ে সদর থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন। হত্যাকাণ্ডের সময় নাসিমার স্বামী সৌদি আরবে ছিলেন।  মামলা চলাকালীন এক আসামির মৃত্যু হয়। বাকি পাঁচ আসামির মধ্যে দোষ প্রমাণিত না হওয়ায় দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত