Ajker Patrika

শাহজাদপুরে ট্যাংকলরি-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৮: ৫৩
শাহজাদপুরে ট্যাংকলরি-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংকলরি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উপজেলার গঙ্গাপ্রসাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের একজন হলেন শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নাববিলা গ্রামের আব্দুস ছালামের ছেলে আব্দুল হাই (৩৫)। অপর নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তি হলেন মিজান (৫০)। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার আসাদুজ্জামান। তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় ট্যাংকলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। আমরা লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করি। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তবে ট্যাংকলরিটি জব্দ করা সম্ভব হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত