Ajker Patrika

নৌকার মনোনয়ন পেলে এলাকায় ব্যাপক উন্নয়ন করব: মাহিয়া মাহি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১০: ৩১
নৌকার মনোনয়ন পেলে এলাকায় ব্যাপক উন্নয়ন করব: মাহিয়া মাহি

যদি নৌকার মনোনয়ন পেয়ে যান, তাহলে এলাকায় ব্যাপক উন্নয়ন করবেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ মঙ্গলবার সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাহিয়া মাহি বলেন, ‘আমি আপনাদের এলাকায় এসেছি। আগামী ২৯ ডিসেম্বর উপনির্বাচনের জন্য মনোনয়ন ফরম কিনব। সবার কাছে দোয়া চাইছি। ইনশাআল্লাহ যদি মনোনয়ন পেয়ে যাই, তাহলে আমাকে সাপোর্ট করবেন, এলাকায় ব্যাপক উন্নয়ন করব। সেই সুযোগ আমাকে করে দেবেন। আমার জন্য দোয়া করবেন, নৌকার জন্য করবেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। নৌকার জয় হবে। যেন বারবার এই আসনে নৌকার জয় হয়, সে জন্য সবাই একসাথে কাজ কবর।’

মঙ্গলবার সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন চিত্রনায়িকা মাহিয়া মাহিগণসংযোগের সময় মাহিয়া মাহির স্বামী রকিব সরকার উপস্থিত ছিলেন।

এদিকে হঠাৎ চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের উপনির্বাচনে ঝটিকা গণসংযোগে মাহিয়া মাহি আসায় এলাকার বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সেই সঙ্গে গণসংযোগ ও পথসভায় এলাকার নারী-পুরুষ মাহিয়া মাহিকে দেখতে ভিড় জমান। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা মন্তব্য।

মঙ্গলবার সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন চিত্রনায়িকা মাহিয়া মাহিউপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগের সময় নৌকায় ভোট চেয়ে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো তুলে ধরেন মাহিয়া মাহি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত