Ajker Patrika

ভোটকেন্দ্রে আনসারের দায়িত্বে অষ্টম শ্রেণির স্কুলছাত্র

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২৪, ১৫: ৫৪
Thumbnail image

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দ্বিতীয় দফায় উপজেলা পরিষদের ভোট গ্রহণ চলছে। একটি ভোটকেন্দ্রে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রকে আনসারের পোশাক পরে নির্বাচনে ডিউটি করতে দেখা গেছে। তার চাচার পরিবর্তে নির্বাচনে সে আনসারের ডিউটি করতে এসেছে বলে জানিয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, এক স্কুলছাত্র (১৪) আনসারের পোশাক পরে নির্বাচনের ডিউটি করছে। তাকে জিজ্ঞেস করলে সে বলে, তার বাড়ি উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পাগলা বোয়ালিয়া গ্রামে। সে ওই গ্রামের এক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। তার বাবা আনসারের ইউনিয়ন কমান্ডার। চাচা অসুস্থ থাকায় তাঁর পরিবর্তে সে ডিউটিতে এসেছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উল্লাপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আহসান কবির বলেন, ‘ওই শিশু কীভাবে নির্বাচনী ডিউটিতে এসেছে তা আমি বলতে পারব না। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে পারবে।’

এই কেন্দ্র দায়িত্বরত প্লাটুন কমান্ডার (পিসি) ইকবাল হোসেন বলেন, ‘আনসারের তালিকায় ওই ছাত্রের নাম নেই। চাচা অসুস্থ থাকায় কোনো লোক না পাওয়ায় তাকে আনা হয়েছে।’

উল্লেখ্য, আজ ১৫৬ উপজেলায় দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশ উপজেলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত