বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় সংগঠনটি ১৭ নেতাকে অব্যাহতি দিয়েছে। অব্যাহতি পাওয়া নেতাদের মধ্যে সদর উপজেলায় চার, শাজাহানপুরে পাঁচ ও ধুনট উপজেলায় আটজন রয়েছেন।
সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন জেলা আ. লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজি জুয়েল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৃতীয় ধাপের (২৮ নভেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ. লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় সংগঠনের নেতা-কর্মীদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা অমান্য করায় আ. লীগ ও সহযোগী সংগঠনের বিদ্রোহী নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন, সদর উপজেলার নুনগোলা ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল আলম, গোকুল ইউনিয়নে একেএম কাওসার আলী খোকন, তিনি সদর উপজেলা আ. লীগের সাবেক দপ্তর সম্পাদক। একই ইউনিয়নে অব্যাহতি পাওয়া আরেকজন হলেন আ. লীগ কর্মী জিয়াউর রহমান জিয়া। শাখারিয়া ইউনিয়নে যুবলীগ নেতা নাজমুল হাসান শামীমকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন ছিলেন।
শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের আমিনুল ইসলাম সোহাগ। তিনি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। খোট্টাপাড়া ইউনিয়নের আবু সুফিয়ান সুমন। তিনি উপজেলা আ. লীগের সদস্য ছিলেন। আমরুল ইউনিয়নের সাইফুল ইসলাম বিমান। তিনি এই ইউনিয়ন আ. লীগের সহসভাপতি ছিলেন। একই ইউনিয়নের অব্যাহতি পাওয়া আরেকজন হলেন আতিকুল ইসলাম রাহুল। তিনি আমরুল ইউনিয়ন আ. লীগের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। আশেকপুর ইউনিয়নের হযরত আলী। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ছিলেন।
ধুনট উপজেলার সদর ইউনিয়নের মোস্তাফিজুর রহমান মন্টু। তিনি ইউনিয়ন আ. লীগের সভাপতি ছিলেন। একই ইউনিয়নের আ. লীগ কর্মী আলমগীর বাদশা। এলাঙ্গী ইউনিয়নের এমএ তারেক হেলাল। তিনি ইউনিয়ন আ. লীগের সভাপতি ছিলেন। একই ইউনিয়নের আরেকজন হলেন আ. লীগ কর্মী মাসুদ রানা। নিমগাছী ইউনিয়নের শাহাদৎ হোসেন। তিনি ইউনিয়র ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। একই ইউনিয়নের নবাব আলী। তিনি ইউনিয়ন আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। চিকাশী ইউনিয়নের আ. লীগ কর্মী আরিফুর রহমান ও আব্দুর রাজ্জাক আকন্দ।
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েল জানান, সংগঠনের নিয়ম না মেনে নির্বাচনে অংশ নেওয়ায় তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। যারাই সংগঠনের বাইরে যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় সংগঠনটি ১৭ নেতাকে অব্যাহতি দিয়েছে। অব্যাহতি পাওয়া নেতাদের মধ্যে সদর উপজেলায় চার, শাজাহানপুরে পাঁচ ও ধুনট উপজেলায় আটজন রয়েছেন।
সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন জেলা আ. লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজি জুয়েল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৃতীয় ধাপের (২৮ নভেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ. লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় সংগঠনের নেতা-কর্মীদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা অমান্য করায় আ. লীগ ও সহযোগী সংগঠনের বিদ্রোহী নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন, সদর উপজেলার নুনগোলা ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল আলম, গোকুল ইউনিয়নে একেএম কাওসার আলী খোকন, তিনি সদর উপজেলা আ. লীগের সাবেক দপ্তর সম্পাদক। একই ইউনিয়নে অব্যাহতি পাওয়া আরেকজন হলেন আ. লীগ কর্মী জিয়াউর রহমান জিয়া। শাখারিয়া ইউনিয়নে যুবলীগ নেতা নাজমুল হাসান শামীমকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন ছিলেন।
শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের আমিনুল ইসলাম সোহাগ। তিনি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। খোট্টাপাড়া ইউনিয়নের আবু সুফিয়ান সুমন। তিনি উপজেলা আ. লীগের সদস্য ছিলেন। আমরুল ইউনিয়নের সাইফুল ইসলাম বিমান। তিনি এই ইউনিয়ন আ. লীগের সহসভাপতি ছিলেন। একই ইউনিয়নের অব্যাহতি পাওয়া আরেকজন হলেন আতিকুল ইসলাম রাহুল। তিনি আমরুল ইউনিয়ন আ. লীগের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। আশেকপুর ইউনিয়নের হযরত আলী। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ছিলেন।
ধুনট উপজেলার সদর ইউনিয়নের মোস্তাফিজুর রহমান মন্টু। তিনি ইউনিয়ন আ. লীগের সভাপতি ছিলেন। একই ইউনিয়নের আ. লীগ কর্মী আলমগীর বাদশা। এলাঙ্গী ইউনিয়নের এমএ তারেক হেলাল। তিনি ইউনিয়ন আ. লীগের সভাপতি ছিলেন। একই ইউনিয়নের আরেকজন হলেন আ. লীগ কর্মী মাসুদ রানা। নিমগাছী ইউনিয়নের শাহাদৎ হোসেন। তিনি ইউনিয়র ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। একই ইউনিয়নের নবাব আলী। তিনি ইউনিয়ন আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। চিকাশী ইউনিয়নের আ. লীগ কর্মী আরিফুর রহমান ও আব্দুর রাজ্জাক আকন্দ।
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েল জানান, সংগঠনের নিয়ম না মেনে নির্বাচনে অংশ নেওয়ায় তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। যারাই সংগঠনের বাইরে যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর বনানী এলাকা থেকে দুর্জয় শীল নামে এক সেনা সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সোমবার রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার।
১৮ মিনিট আগেরাজধানীর উত্তরায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. ইব্রাহিম (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আলীম উল্লাহ (২৩) ও মো. শাকিল (২০) নামের আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ১৩ নম্বর প্লটের নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে...
২১ মিনিট আগেসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় উত্তরখানের একটি স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রী (১৪) ও ইস্রাফিল উদ্দিন ভূঁইয়ার (১৯)। পরিচয়ের একপর্যায়ে ইস্রাফিল ওই কিশোরীকে কু-প্রস্তাব দেন। কিন্তু রাজি না হওয়া তাঁকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল। এ ঘটনায় অভিযুক্ত ইস্রাফিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৪ মিনিট আগেখুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এ সময় কুয়েটের উপাচার্যের পদত্যাগ দাবি করে কুশপুত্তলিকা দাহ করেন তারা। গতকাল সোমবার রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ হয়।
১ ঘণ্টা আগে