Ajker Patrika

বগুড়ায় নৌকা ডোবাতে মরিয়া ১৭ নেতাকে অব্যাহতি  

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় নৌকা ডোবাতে মরিয়া ১৭ নেতাকে অব্যাহতি  

বগুড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় সংগঠনটি ১৭ নেতাকে অব্যাহতি দিয়েছে। অব্যাহতি পাওয়া নেতাদের মধ্যে সদর উপজেলায় চার, শাজাহানপুরে পাঁচ ও ধুনট উপজেলায় আটজন রয়েছেন। 

সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন জেলা আ. লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজি জুয়েল। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৃতীয় ধাপের (২৮ নভেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ. লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় সংগঠনের নেতা-কর্মীদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা অমান্য করায় আ. লীগ ও সহযোগী সংগঠনের বিদ্রোহী নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে। 

অব্যাহতি পাওয়া নেতারা হলেন, সদর উপজেলার নুনগোলা ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল আলম, গোকুল ইউনিয়নে একেএম কাওসার আলী খোকন, তিনি সদর উপজেলা আ. লীগের সাবেক দপ্তর সম্পাদক। একই ইউনিয়নে অব্যাহতি পাওয়া আরেকজন হলেন আ. লীগ কর্মী জিয়াউর রহমান জিয়া। শাখারিয়া ইউনিয়নে যুবলীগ নেতা নাজমুল হাসান শামীমকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন ছিলেন। 

শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের আমিনুল ইসলাম সোহাগ। তিনি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। খোট্টাপাড়া ইউনিয়নের আবু সুফিয়ান সুমন। তিনি উপজেলা আ. লীগের সদস্য ছিলেন। আমরুল ইউনিয়নের সাইফুল ইসলাম বিমান। তিনি এই ইউনিয়ন আ. লীগের সহসভাপতি ছিলেন। একই ইউনিয়নের অব্যাহতি পাওয়া আরেকজন হলেন আতিকুল ইসলাম রাহুল। তিনি আমরুল ইউনিয়ন আ. লীগের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। আশেকপুর ইউনিয়নের হযরত আলী। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ছিলেন। 

ধুনট উপজেলার সদর ইউনিয়নের মোস্তাফিজুর রহমান মন্টু। তিনি ইউনিয়ন আ. লীগের সভাপতি ছিলেন। একই ইউনিয়নের আ. লীগ কর্মী আলমগীর বাদশা। এলাঙ্গী ইউনিয়নের এমএ তারেক হেলাল। তিনি ইউনিয়ন আ. লীগের সভাপতি ছিলেন। একই ইউনিয়নের আরেকজন হলেন আ. লীগ কর্মী মাসুদ রানা। নিমগাছী ইউনিয়নের শাহাদৎ হোসেন। তিনি ইউনিয়র ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। একই ইউনিয়নের নবাব আলী। তিনি ইউনিয়ন আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। চিকাশী ইউনিয়নের আ. লীগ কর্মী আরিফুর রহমান ও আব্দুর রাজ্জাক আকন্দ। 

জানতে চাইলে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েল জানান, সংগঠনের নিয়ম না মেনে নির্বাচনে অংশ নেওয়ায় তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। যারাই সংগঠনের বাইরে যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত