নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে একটি সমবায় সমিতির নামে ইজারা নেওয়া খাসজমি বিক্রির চেষ্টা চলছে। দুই কোটি টাকায় বিক্রির লক্ষ্যে ইতিমধ্যে দুই ব্যক্তির সঙ্গে হস্তান্তরনামা একটি দলিলও সম্পন্ন হয়েছে। এ ঘটনায় রাজশাহী রিফিউজি কো-অপারেটিভ সমিল লিমিটেড নামের ওই সমিতিরই এক সদস্য মামলা করেছেন। তবে জেলা প্রশাসন বলছে, ইজারা নেওয়া খাসজমি বিক্রির কোনো সুযোগ নেই। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী রিফিউজি কো-অপারেটিভ সমিল লিমিটেড ভারত থেকে রাজশাহীতে আসা মুহাজির বা রিফিউজি কাঠ মিল ব্যবসায়ীদের একটি সংগঠন। ১৯৫২ সালে সমিতিটি নিবন্ধন পায়। এর নিবন্ধন নম্বর-২২। ১৯৬৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের জেলা প্রশাসক রাজশাহী নগরীর গোরহাঙ্গা এলাকায় ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সাড়ে ১৪ কাঠা জমি সমিতিকে ইজারা দেয়। এখনো ওই ইজারা চলমান।
আইন অনুযায়ী, লিজ নেওয়া খাসজমি বিক্রি কিংবা হস্তান্তরের কোনো সুযোগ নেই। কিন্তু গত ৩ মার্চ এই সম্পত্তি বিক্রির জন্য নোটারি পাবলিকের মাধ্যমে ৩০০ টাকার স্ট্যাম্পে হস্তান্তরনামা দলিল করা হয়। এই কারবারে দলিলের প্রথম পক্ষ হিসেবে সমিতির সভাপতি আবদুল জব্বার আনসারী, সাধারণ সম্পাদক আসলাম পারভেজ, সদস্য আরিফ ইকবাল, মো. সরফরাজ ও জুলেখা খাতুন নুরীর নাম লেখা হয়েছে। আর ক্রেতা হিসেবে দ্বিতীয় পক্ষে রয়েছেন নগরীর হেতেমখাঁ এলাকার ব্যবসায়ী আরিফুজ্জামান সরকার ও তাঁর ভাই আশিকুজ্জামান সরকার।
দলিলে উল্লেখ রয়েছে, ২ কোটি ৫ লাখ টাকায় এ জমিটি বিক্রি করা হচ্ছে। চুক্তির দিন দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে পাঁচ লাখ টাকা দিয়েছে। এ ছাড়া এনআরবিসি ব্যাংকের রাজশাহী শাখার ৫৫০৫২২০ নম্বর চেকে গত ৩১ মার্চ ১ কোটি এবং ৫৫০৫২২১ নম্বর চেকে বাকি ১ কোটি টাকার চেক দেওয়া হয়। দ্বিতীয় চেকটি নগদায়ন করা যাবে আগামী ৩১ মে। সেদিন চেকে টাকা উঠানো না গেলে চুক্তি বাতিল বলে গণ্য হবে। রাজশাহী নোটারি পাবলিকের কার্যালয়ে এ হস্তান্তরনামা দলিলের নিবন্ধন নম্বর-০০০০১৮২১।
নগরীর প্রাণকেন্দ্রের এই জমি বিক্রির অপচেষ্টার বিষয়ে জানতে পেরে ৩ এপ্রিল সমিতির সহসভাপতি মো. সোবহান রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এতে তিনি আসামি করেন ব্যবসায়ী আরিফুজ্জামান, তাঁর ভাই আশিকুজ্জামান সরকার, বিপ্লব সরকার এবং তাঁদের সহযোগী এমদাদুল হক বাবুকে। তাঁরা অবৈধভাবে জমিটি দখলের চেষ্টা করছেন বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলার বাদী সোবহান বলেন, সরকারি এই জমি বিক্রির কোনো সুযোগ নেই। কিন্তু সমিতির সভাপতি-সম্পাদকসহ পাঁচ সদস্য আর্থিকভাবে লাভবান হতে অবৈধভাবে বিক্রির প্রক্রিয়া শুরু করেছেন। এমদাদুল হক জমি কেনার জন্য টাকা দিচ্ছেন। তাই মামলায় তাঁকেও আসামি করা হয়েছে।
এদিকে সমিতির পাঁচ সদস্যের সঙ্গে জমি কেনার জন্য হস্তান্তরনামা দলিল করার পর থেকেই আসামিরা জমিটি দখলের চেষ্টা চালাচ্ছেন। জমিতে সমিতির পক্ষ থেকে বেশ কিছু দোকানপাট করে ভাড়া দেওয়া আছে। দোকানদারেরা জানান, আসামিরা গিয়ে তাঁদের দোকান ছেড়ে দেওয়ার জন্য বলেছেন। দোকান ছাড়তে না চাইলে তাঁদের গালাগাল করা হয়। আসামিরা দোকানদারদের বলেছেন, জমির মালিক এখন তাঁরা।
হস্তান্তরনামা দলিল করার কথা স্বীকার করলেও সবকিছু পড়ে দেখেননি বলে দাবি করেছেন সমিতির সভাপতি জব্বার। তিনি স্বীকার করেন, লিজ নেওয়া এই জমি বিক্রির ক্ষমতা তাঁর নেই। এরপরও দলিল করার কারণ জানতে চাইলে কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।
খাসজমি কিনতে হস্তান্তরনামা দলিল করার বিষয়ে জানতে আরিফুজ্জামান ও তাঁর ভাই বিপ্লবকে কয়েক দফা ফোন করা হলেও ধরেননি। তাঁদের সহযোগী এমদাদুল বলেন, এই জমির মূল মালিক আরিফুজ্জামানের প্রয়াত বাবা। যেভাবেই হোক এখন এটার দখলে আছে সমিল সমিতি। তাই তাঁদের কাছ থেকে আপসে জমির দখল নিতে ২ কোটি টাকার চুক্তি করা হয়েছে।
এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিসুল ইসলাম বলেন, ‘লিজ নেওয়ার পর খাসজমি বিক্রি কিংবা হস্তান্তরের আইনগত কোনো সুযোগ নেই। আমি ঢাকায় প্রশিক্ষণে আছি। ফেরার পর বিষয়টি খতিয়ে দেখব।’
রাজশাহীতে একটি সমবায় সমিতির নামে ইজারা নেওয়া খাসজমি বিক্রির চেষ্টা চলছে। দুই কোটি টাকায় বিক্রির লক্ষ্যে ইতিমধ্যে দুই ব্যক্তির সঙ্গে হস্তান্তরনামা একটি দলিলও সম্পন্ন হয়েছে। এ ঘটনায় রাজশাহী রিফিউজি কো-অপারেটিভ সমিল লিমিটেড নামের ওই সমিতিরই এক সদস্য মামলা করেছেন। তবে জেলা প্রশাসন বলছে, ইজারা নেওয়া খাসজমি বিক্রির কোনো সুযোগ নেই। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী রিফিউজি কো-অপারেটিভ সমিল লিমিটেড ভারত থেকে রাজশাহীতে আসা মুহাজির বা রিফিউজি কাঠ মিল ব্যবসায়ীদের একটি সংগঠন। ১৯৫২ সালে সমিতিটি নিবন্ধন পায়। এর নিবন্ধন নম্বর-২২। ১৯৬৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের জেলা প্রশাসক রাজশাহী নগরীর গোরহাঙ্গা এলাকায় ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সাড়ে ১৪ কাঠা জমি সমিতিকে ইজারা দেয়। এখনো ওই ইজারা চলমান।
আইন অনুযায়ী, লিজ নেওয়া খাসজমি বিক্রি কিংবা হস্তান্তরের কোনো সুযোগ নেই। কিন্তু গত ৩ মার্চ এই সম্পত্তি বিক্রির জন্য নোটারি পাবলিকের মাধ্যমে ৩০০ টাকার স্ট্যাম্পে হস্তান্তরনামা দলিল করা হয়। এই কারবারে দলিলের প্রথম পক্ষ হিসেবে সমিতির সভাপতি আবদুল জব্বার আনসারী, সাধারণ সম্পাদক আসলাম পারভেজ, সদস্য আরিফ ইকবাল, মো. সরফরাজ ও জুলেখা খাতুন নুরীর নাম লেখা হয়েছে। আর ক্রেতা হিসেবে দ্বিতীয় পক্ষে রয়েছেন নগরীর হেতেমখাঁ এলাকার ব্যবসায়ী আরিফুজ্জামান সরকার ও তাঁর ভাই আশিকুজ্জামান সরকার।
দলিলে উল্লেখ রয়েছে, ২ কোটি ৫ লাখ টাকায় এ জমিটি বিক্রি করা হচ্ছে। চুক্তির দিন দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে পাঁচ লাখ টাকা দিয়েছে। এ ছাড়া এনআরবিসি ব্যাংকের রাজশাহী শাখার ৫৫০৫২২০ নম্বর চেকে গত ৩১ মার্চ ১ কোটি এবং ৫৫০৫২২১ নম্বর চেকে বাকি ১ কোটি টাকার চেক দেওয়া হয়। দ্বিতীয় চেকটি নগদায়ন করা যাবে আগামী ৩১ মে। সেদিন চেকে টাকা উঠানো না গেলে চুক্তি বাতিল বলে গণ্য হবে। রাজশাহী নোটারি পাবলিকের কার্যালয়ে এ হস্তান্তরনামা দলিলের নিবন্ধন নম্বর-০০০০১৮২১।
নগরীর প্রাণকেন্দ্রের এই জমি বিক্রির অপচেষ্টার বিষয়ে জানতে পেরে ৩ এপ্রিল সমিতির সহসভাপতি মো. সোবহান রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এতে তিনি আসামি করেন ব্যবসায়ী আরিফুজ্জামান, তাঁর ভাই আশিকুজ্জামান সরকার, বিপ্লব সরকার এবং তাঁদের সহযোগী এমদাদুল হক বাবুকে। তাঁরা অবৈধভাবে জমিটি দখলের চেষ্টা করছেন বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলার বাদী সোবহান বলেন, সরকারি এই জমি বিক্রির কোনো সুযোগ নেই। কিন্তু সমিতির সভাপতি-সম্পাদকসহ পাঁচ সদস্য আর্থিকভাবে লাভবান হতে অবৈধভাবে বিক্রির প্রক্রিয়া শুরু করেছেন। এমদাদুল হক জমি কেনার জন্য টাকা দিচ্ছেন। তাই মামলায় তাঁকেও আসামি করা হয়েছে।
এদিকে সমিতির পাঁচ সদস্যের সঙ্গে জমি কেনার জন্য হস্তান্তরনামা দলিল করার পর থেকেই আসামিরা জমিটি দখলের চেষ্টা চালাচ্ছেন। জমিতে সমিতির পক্ষ থেকে বেশ কিছু দোকানপাট করে ভাড়া দেওয়া আছে। দোকানদারেরা জানান, আসামিরা গিয়ে তাঁদের দোকান ছেড়ে দেওয়ার জন্য বলেছেন। দোকান ছাড়তে না চাইলে তাঁদের গালাগাল করা হয়। আসামিরা দোকানদারদের বলেছেন, জমির মালিক এখন তাঁরা।
হস্তান্তরনামা দলিল করার কথা স্বীকার করলেও সবকিছু পড়ে দেখেননি বলে দাবি করেছেন সমিতির সভাপতি জব্বার। তিনি স্বীকার করেন, লিজ নেওয়া এই জমি বিক্রির ক্ষমতা তাঁর নেই। এরপরও দলিল করার কারণ জানতে চাইলে কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।
খাসজমি কিনতে হস্তান্তরনামা দলিল করার বিষয়ে জানতে আরিফুজ্জামান ও তাঁর ভাই বিপ্লবকে কয়েক দফা ফোন করা হলেও ধরেননি। তাঁদের সহযোগী এমদাদুল বলেন, এই জমির মূল মালিক আরিফুজ্জামানের প্রয়াত বাবা। যেভাবেই হোক এখন এটার দখলে আছে সমিল সমিতি। তাই তাঁদের কাছ থেকে আপসে জমির দখল নিতে ২ কোটি টাকার চুক্তি করা হয়েছে।
এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিসুল ইসলাম বলেন, ‘লিজ নেওয়ার পর খাসজমি বিক্রি কিংবা হস্তান্তরের আইনগত কোনো সুযোগ নেই। আমি ঢাকায় প্রশিক্ষণে আছি। ফেরার পর বিষয়টি খতিয়ে দেখব।’
সিলেটের গোয়াইনঘাটে মিষ্টির দোকানে এক ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত লাশ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার জাফলংয়ের মামার বাজার মন্দিরসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম রাজীব সরকার (৩০)। তিনি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার জয়কৃষ্ণ সরকারের ছেলে।
২৩ মিনিট আগেরাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মানববন্ধন থেকে তাঁরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
২৫ মিনিট আগেসুনামগঞ্জ মেডিকেল কলেজে দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যাপ্রোন ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
৩৩ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে এক যুবক তাঁর স্ত্রীকে খোলা তালাক দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় এক বছরের স্বামী–স্ত্রীর দাম্পত্য কলহ থেকে মুক্তি পাওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন বলে দাবি আব্দুর রহিমের ছেলে মো. সোহাগ ইসলামের।
৩৫ মিনিট আগে