Ajker Patrika

তানোরে অপারেশনের পর রোগীর মৃত্যুর অভিযোগ

তানোর (রাজশাহী) প্রতিনিধি
তানোরে অপারেশনের পর রোগীর মৃত্যুর অভিযোগ

রাজশাহীর তানোর পৌরশহরের একটি বেসরকারি হাসপাতালে অপারেশনের থিয়েটারে (ওটি) বুলবুলি বেগম (৩৬) নামের এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই নারীর প্রতিবেশীরা অভিযোগ করেন, ক্লিনিক কর্তৃপক্ষ পরিবারের সঙ্গে সমঝোতা করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। 

গতকাল সোমবার দিবাগত রাত ৯টার দিকে শহরের আমশো স্কুল সংলগ্ন মোড়ে অবস্থিত মহানগর ক্লিনিকে এ ঘটনা ঘটে। মৃত বুলবুলি বেগম উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের গাগরন্দ গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, বুলবুলি বেগম পিত্তথলির অপারেশনের জন্য গতকাল মহানগর ক্লিনিকে ভর্তি হন। বিভিন্ন পরীক্ষার পর রাত ৮টার দিকে তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশন শেষে রাত ৯টা পর্যন্ত রোগীর জ্ঞান না ফেরায় অপারেশন টেবিলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ক্লিনিক ঘেরাও করলে উত্তেজনা বিরাজ করে। গভীর রাত পর্যন্ত ক্লিনিক কর্তৃপক্ষ নিহতের পরিবারের সঙ্গে সমঝোতা করে। 

নিহতের স্বজনেরা বলেন, অপারেশনে কোনো ভুলের কারণে হয়তো বুলবুলি মারা গেছে। যদি কোনো সমস্যা থাকত তাহলে আগে বললে অপারেশন করাতেন না। তবে পরিবারের সঙ্গে সমঝোতার বিষয়ে কেউ মন্তব্য করেননি। 

ক্লিনিকের পরিচালক হেলাল উদ্দিন বলেন, কোনো ভুল অপারেশন হয়নি। সবকিছু ঠিকঠাক ছিল। অপারেশন শেষে রোগীর আর জ্ঞান ফেরেনি। তবে সমঝোতার বিষয়ে তিনিও কোনো মন্তব্য করেননি। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বানাবাস হাসদাক বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত