Ajker Patrika

সরকারি মনোগ্রামযুক্ত গাড়িতে হাত-পা বাঁধা মরদেহ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২২, ১৫: ০১
সরকারি মনোগ্রামযুক্ত গাড়িতে হাত-পা বাঁধা মরদেহ

নাটোরের বড়াইগ্রামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনোগ্রামযুক্ত গাড়ি থেকে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার বনপাড়া বাইপাস এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম হজরত আলী (৪৫)। তিনি রংপুর জেলার বাসিন্দা ও গাজীপুর জেলার কাশিমপুরের তাজ এন্টারপ্রাইজ জুট গোডাউনে কর্মচারী। গোডাউনের মালিক মিজানকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, নাটোরের পাবনা মহাসড়কের বনপাড়া বাইপাস এলাকায় মিজানুর রহমান (৪১) বাণিজ্য মন্ত্রণালয়ের মনোগ্রামযুক্ত গাড়ি নিয়ে ঘোরাফেরা করছিলেন। সন্দেহ হলে পুলিশ গাড়ি তল্লাশি করে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে। 

গোডাউনের মালিক মিজানুর রহমান বলেন, ‘হযরত আলী আমার গোডাউনের কর্মচারী ছিলেন। তার খারাপ আচরণের কারণে গতকাল সোমবার সকালে শাসানোর জন্য বাড়িতে ডেকে নেওয়া হয়। এ সময় তাকে চড়-থাপ্পড় দিয়ে ঘর থেকে বের হয়ে যাই। এর কিছুক্ষণ পর গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন হযরত।’

অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, ‘মরদেহের দুই হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। পিঠের ওপর বোঝাই করা বস্তা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুম করার জন্য মরদেহ নিয়ে ঘোরাফেরা করতে ছিল। মিজানুর রহমান নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত