Ajker Patrika

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৫ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১২: ৪৯
Thumbnail image

সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলার পাঁচ শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানার পুলিশ।

আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার রাতে ঢাকার আদাবর রিং রোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বিএনপির গ্রেপ্তার হওয়া নেতারা হলেন—দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহসভাপতি অমর কৃষ্ণ দাস, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ভিপি শামিম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট ও কাজীপুর উপজেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক রাশেদ কবির চান্দু।

পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে দলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ ১১০ নেতা-কর্মীকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার আদাবর রিং রোড এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানার পুলিশের সমন্বিত একটি দল। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ সিরাজগঞ্জ জেলা বিএনপির শীর্ষ পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার সিরাজগঞ্জ জেলা বিএনপির শীর্ষ ৫ নেতা। সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার সাহা বলেন, ‘গ্রেপ্তার নেতাদের রাতেই ঢাকা থেকে সিরাজগঞ্জ নিয়ে আসা হয়। পরে আজ (শনিবার) সকালে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিরাজগঞ্জে দলে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। সংঘর্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশের সাত সদস্যসহ বিএনপির ২০ জন নেতা-কর্মী আহত হন। ঘটনার পরদিন সিরাজগঞ্জ সদর থানায় ১১০ নেতা-কর্মীকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। এই মামলায় এর আগেও সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁরা জেলহাজতে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত