Ajker Patrika

বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৩০০ টাকা করার দাবি রাবি শিক্ষার্থীদের

রাবি প্রতিনিধি  
বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে রাবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা
বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে রাবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষার আবেদন ফি ৪ হাজার ২০ টাকার পরিবর্তে সর্বোচ্চ ৩০০ টাকা করার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন অনুষদের শিক্ষার্থীরা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে সারা দেশের আইনের শিক্ষার্থীরা একযোগে কর্মসূচি পালনসহ চলমান সার্কুলার প্রত্যাখ্যান করবেন বলে ঘোষণা দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা। এ সময় আইন অনুষদের একদল শিক্ষার্থী উপস্থিত ছিল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কামরুল হাসান সজীব। তিনি বলেন, বাংলাদেশ বার কাউন্সিলের সম্প্রতি ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২০ টাকা। যা সাধারণ জনগণ ও দেশের আইনের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অযৌক্তিক ও অসহনীয়। এই উচ্চ ফি অধিকাংশ শিক্ষার্থীর পক্ষে বহন করা অসম্ভব, বিশেষ করে, যারা গ্রামাঞ্চল বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ভবিষ্যৎ আইনজীবী।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের অন্যান্য পাবলিক পরীক্ষা যেমন—বিসিএস, ব্যাংক নিয়োগ, বিশ্ববিদ্যালয় ভর্তিতে আঞ্চলিক পর্যায়ে পরীক্ষা সম্পন্ন হওয়ার পরও আবেদন ফি সর্বোচ্চ ৩০০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়। সেখানে বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৪ হাজার ২০ টাকা নির্ধারণ করে একধরনের বৈষম্য সৃষ্টি করেছে, যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।’

কামরুল হাসান সজীব আইন অনুষদের শিক্ষার্থীদের পক্ষে তিনটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—চলমান বিজ্ঞপ্তি, যা কার্যকর রয়েছে ৩১ মার্চ পর্যন্ত, তা অবিলম্বে বাতিল করতে হবে; নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করতে হবে; সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে মানবিক ও যুক্তিসংগত ফি ৩০০ টাকা উল্লেখ করা হয়েছে, সেটি নির্ধারণ করতে হবে।

কামরুল হাসান সজীব আরও বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এ দাবি কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত উদ্দেশ্যপ্রণোদিত নয়। এটি সাধারণ শিক্ষার্থীদের স্বার্থরক্ষার আন্দোলন, যেখানে সারা দেশের আইনের শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের পূর্ণ সমর্থন রয়েছে। আমরা বার কাউন্সিল কর্তৃপক্ষকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দাবি পূরণে ব্যর্থ হলে সারা দেশের আইনের শিক্ষার্থীরা একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করবে এবং বর্তমান সার্কুলার প্রত্যাখ্যান করবে।’ এর আগে গত শনিবার একই দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত