Ajker Patrika

পদ্মা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি 

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৮: ০১
পদ্মা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি 

নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে বালু তোলার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ সোমবার দুপুরে উপজেলার লক্ষ্মীপুর বাজার এলাকায় এ মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন সুমন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। স্থানীয় বাসিন্দারাও এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, ঈশ্বরদী ইপিজেড, পাকশী হার্ডিঞ্জ ব্রিজ, প্রস্তাবিত নাটোর অর্থনৈতিক অঞ্চল, নদীতীর রক্ষা বাঁধ, ফসলি জমি, ঘরবাড়ি পদ্মা নদীতে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এসব অবৈধ বালু উত্তোলনকারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে আবাদি জমি, নদীতীর রক্ষা বাঁধ, ঘরবাড়ি পদ্মায় বিলীন হয়ে যাবে। এ বিষয়ে জানালে স্থানীয় প্রশাসন সরেজমিনে পরিদর্শন করে অবৈধভাবে বালু তোলা সাময়িকভাবে বন্ধ করেন। কিন্তু বালু উত্তোলনকারীরা প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে আবারও বালু উত্তোলন করছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত