Ajker Patrika

ইজারাদারদের টানাটানিতে বিপাকে পশু বিক্রেতারা

  • দুটি হাট একই দিনে বসার কারণে জটিলতা দেখা দিয়েছে।
  • বিক্রেতা টানতে সড়কে অবস্থান নেন দুই ইজারাদারের লোকজন।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
গতকাল রাজশাহীর পবা উপজেলার মুরারিপুরে দুই ইজারাদারের লোকজনের টানাটানিতে আটকে থাকা গাড়ি। ছবি: আজকের পত্রিকা
গতকাল রাজশাহীর পবা উপজেলার মুরারিপুরে দুই ইজারাদারের লোকজনের টানাটানিতে আটকে থাকা গাড়ি। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে দুই পশুর হাট নিয়ে ইজারাদারদের টানাটানিতে বিপাকে পড়েছেন বিক্রেতারা। হাট দুটি হলো রাজশাহী শহর-লাগোয়া সিটি হাট এবং পবা উপজেলার দামকুড়া পশুর হাট। হাটগুলো একটি থেকে আরেকটির দূরত্ব ৬-৭ কিলোমিটার (কিমি)। বসে একই দিনে।

খোঁজ নিয়ে জানা গেছে, সিটি হাট ইজারা নিয়েছেন শওকত আলীসহ কয়েকজন, আর দামকুড়া পশুর হাট মোহাম্মদ শাহজাহান আলী নামের এক ব্যক্তি। রবি ও বুধবার হাটদুটি বসে।

গতকাল রোববার সকালে গোদাগাড়ীর কাঁকনহাট, চব্বিশনগর, পবার কৈকুড়ি মোড়, দারুসা হাট হাজির মোড় ও মুরারিপুর সিদ্দিকের মোড়ে গিয়ে দেখা যায়, দুই হাটের ইজারাদারের লোকজনই এসব জায়গায় অবস্থান নিয়েছেন। গরু-মহিষবাহী গাড়িগুলোকে দুটি পক্ষ দুই হাটের রাস্তার দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কয়েক জায়গায় তাঁদের নিবৃত করতে পুলিশ সদস্যদেরও অবস্থান নিতে দেখা গেছে। এ দিকে দুই পক্ষের টানাটানিতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পশুবাহী গাড়ির জটল বাঁধতেও দেখা গেছে।

দামকুড়া হাটে আবদুর রহমান মিলন নামের এক ব্যাপারী বলেন, ‘রাস্তা থেকে ধরে এই হাটে আমাদের ঢোকানো হয়েছে। হাটে কোনো ক্রেতা নেই। হাটে ঢুকে বিপদে পড়ে গেছি। সিটি হাটে ক্রেতা বেশি। যেতে পারলে ভালো হতো।’

এ বিষয়ে জানতে চাইলে দামকুড়া হাটের ইজারাদার শাহজাহান আলী দাবি করেন, হাট শুরুর পর কোনো দিন তাঁরা রাস্তা থেকে গরু ধরে আনেননি। সিটি হাটের লোকজনই শুরু থেকে গরু নিয়ে যাচ্ছে। ফলে তাঁরাও আজ (রোববার) বাধ্য হয়েছেন।

সিটি হাটের ইজারাদার শওকত আলী বলেন, ‘আমরা রাস্তা থেকে কোনো গরু ধরে আনছি না। দামকুড়া হাটের লোকজনই রাস্তা থেকে গরু নিয়ে যাচ্ছে। তাঁদের এ কাজে বাধা দেওয়ার জন্য আমাদের লোকজন গেছে।’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান বলেন, ‘দুটি হাট একই দিনে বসার কারণে এই জটিলতা। পুলিশ মাঠে কাজ করছে এটা নিশ্চিত করতে যে, কেউ যেন ব্যাপারীদের গরু নিয়ে টানাটানি না করেন। তাদের যে হাট পছন্দ, তাঁরা সে হাটে গরু নিয়ে যাবেন।’ তিনি বলেন, ‘এটা নিশ্চিত করতে সড়কে পর্যাপ্ত পুলিশ আছে। আমাদের ইন্টেলিজেন্সও কাজ করছে। এটা নিয়ে কোনো উত্তেজনা আছে বলে আমাদের কাছে খবর নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত