Ajker Patrika

দ্রুতযান এক্সপ্রেস ও উত্তরা মেইল ট্রেনে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩ 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১৪: ১৯
দ্রুতযান এক্সপ্রেস ও উত্তরা মেইল ট্রেনে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩ 

জয়পুরহাট রেলওয়ে স্টেশনে এবং একই জেলার পাঁচবিবি স্টেশনে আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ও উত্তরা মেইল ট্রেনে অগ্নিসংযোগ করে নাশকতার মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে পুলিশ। আজ শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা দুটি মামলার এজাহারভুক্ত আসামি।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জয়পুরহাট জেলার নিশির মোড় এলাকার বনোমালিপাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে তাইজুল ইসলাম (২৬), একই এলাকার মো. ওয়াদুদের ছেলে মো. অপু (২১) এবং জেলার আক্কেলপুর উপজেলার বসন্তপুর গ্রামের মো. রাজুর ছেলে আব্দুল মমিন (২১)।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন আজকের পত্রিকাকে জানান, গত ৪ ডিসেম্বর জয়পুরহাট জেলার পাঁচবিবি স্টেশনে আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে এবং গত ১৫ ডিসেম্বর জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা মেইল ট্রেনে অগ্নিসংযোগ করে নাশকতাকারীরা। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ওই মামলার এজাহারভুক্ত আসামি।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেলওয়ে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে জয়পুরহাট জেলার নিশিরমোড় থেকে তাইজুল ও অপুকে এবং আক্কেলপুর উপজেলার বসন্তপুর গ্রাম থেকে আব্দুল মমিনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত তিনজনকে শুক্রবার বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত