বগুড়া প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, ‘গণ-অভ্যুত্থানে এই সরকারের পতন ঘটানো হবে। এ জন্য রাজপথের আন্দোলনের কোনো বিকল্প নাই।’ তিনি নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ভুলে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
আজ শুক্রবার বিকেলে বগুড়া শহরের সেন্ট্রাল স্কুল মাঠে ১০ দফা দাবিতে জেলা বিএনপি আয়োজিত এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মোশারফ বলেন, ‘আওয়ামী লীগ সরকারের মিথ্যাচার, ব্যর্থতা এবং মানবাধিকার লঙ্ঘন কারণে পশ্চিমা দেশগুলোর আজ ধিক্কার দিচ্ছে। আমেরিকা একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে। যা দেশের জন্য লজ্জাকর। এসব কারণে শেখ হাসিনা সরকারের বিদায় এখন এক দফার দাবিতে পরিণত হয়েছে।’
খালেদা জিয়াকে মুক্ত না করতে পারলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে না উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘এরশাদ সরকারের হাত থেকে দেশ রক্ষা করেছিলেন খালেদা জিয়া। এবারও দেশ রক্ষায় খালেদা জিয়ার বিকল্প নাই। খালেদা জিয়া মুক্ত না হলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে না। এ জন্য আপনাদের বড় ধরনের আন্দোলনের জন্য প্রস্তুত থাকবে হবে।’
স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন আরও বলেন, ‘শেখ হাসিনার কথা এখন আর কেউ বিশ্বাস করে না। শেখ হাসিনা বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন ক্ষমতায় থাকার জন্য। শেখ হাসিনা যে দেশে যাচ্ছেন, সেখানেই তাঁকে প্রত্যাখ্যান করা হচ্ছে।’
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এ কে এম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, গোলাম মোহাম্মদ সিরাজ, মোশাররফ হোসেন প্রমুখ।
এদিকে, বিএনপির জনসমাবেশ উপলক্ষে শহরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। শহরের প্রবেশমুখ ছাড়াও বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দুপুরের পর থেকেই জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা জনসমাবেশ স্থলে আসতে শুরু করে। ফলে বিকেলের আগেই জনসমাবেশের স্থল পরিপূর্ণ হয়ে যায়।
অন্যদিকে সমাবেশ স্থলের ৫০০ মিটার দূরে শহরের সাতমাথায় ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মীর অবস্থান করতে দেখা যায়। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা জানান, ‘বিএনপি সমাবেশের নামে শহরে আতঙ্ক সৃষ্টি করছে। আমরা জনগণকে আতঙ্কিত না হওয়ার জন্য আশ্বস্ত করার চেষ্টা করেছি।’
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলা করতে পুলিশের প্রস্তুতি ছিল। বিএনপির সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, ‘গণ-অভ্যুত্থানে এই সরকারের পতন ঘটানো হবে। এ জন্য রাজপথের আন্দোলনের কোনো বিকল্প নাই।’ তিনি নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ভুলে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
আজ শুক্রবার বিকেলে বগুড়া শহরের সেন্ট্রাল স্কুল মাঠে ১০ দফা দাবিতে জেলা বিএনপি আয়োজিত এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মোশারফ বলেন, ‘আওয়ামী লীগ সরকারের মিথ্যাচার, ব্যর্থতা এবং মানবাধিকার লঙ্ঘন কারণে পশ্চিমা দেশগুলোর আজ ধিক্কার দিচ্ছে। আমেরিকা একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে। যা দেশের জন্য লজ্জাকর। এসব কারণে শেখ হাসিনা সরকারের বিদায় এখন এক দফার দাবিতে পরিণত হয়েছে।’
খালেদা জিয়াকে মুক্ত না করতে পারলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে না উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘এরশাদ সরকারের হাত থেকে দেশ রক্ষা করেছিলেন খালেদা জিয়া। এবারও দেশ রক্ষায় খালেদা জিয়ার বিকল্প নাই। খালেদা জিয়া মুক্ত না হলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে না। এ জন্য আপনাদের বড় ধরনের আন্দোলনের জন্য প্রস্তুত থাকবে হবে।’
স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন আরও বলেন, ‘শেখ হাসিনার কথা এখন আর কেউ বিশ্বাস করে না। শেখ হাসিনা বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন ক্ষমতায় থাকার জন্য। শেখ হাসিনা যে দেশে যাচ্ছেন, সেখানেই তাঁকে প্রত্যাখ্যান করা হচ্ছে।’
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এ কে এম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, গোলাম মোহাম্মদ সিরাজ, মোশাররফ হোসেন প্রমুখ।
এদিকে, বিএনপির জনসমাবেশ উপলক্ষে শহরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। শহরের প্রবেশমুখ ছাড়াও বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দুপুরের পর থেকেই জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা জনসমাবেশ স্থলে আসতে শুরু করে। ফলে বিকেলের আগেই জনসমাবেশের স্থল পরিপূর্ণ হয়ে যায়।
অন্যদিকে সমাবেশ স্থলের ৫০০ মিটার দূরে শহরের সাতমাথায় ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মীর অবস্থান করতে দেখা যায়। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা জানান, ‘বিএনপি সমাবেশের নামে শহরে আতঙ্ক সৃষ্টি করছে। আমরা জনগণকে আতঙ্কিত না হওয়ার জন্য আশ্বস্ত করার চেষ্টা করেছি।’
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলা করতে পুলিশের প্রস্তুতি ছিল। বিএনপির সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।’
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে শহরের হাজীগঞ্জ নবীগঞ্জ খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৯ জন যাত্রী নদীতে পড়ে গেলে আশপাশের ট্রলার এসে তাদের দ্রুত উদ্ধার করে। এই ঘটনায় কোনো নিখোঁজ নেই বলে জানিয়েছে পুলিশ।
২১ মিনিট আগেগত ৫ আগস্টের পর জামিনে জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায়, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান শনাক্ত এবং অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে
২৪ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়ায় রাজাপুর সেতুসংলগ্ন এলাকার বালুমহালের ইজারা স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার সেতুসংলগ্ন স্থানে হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
৩৬ মিনিট আগেবগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে ‘অবৈধ পকেট কমিটি’ আখ্যা দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের একাংশের নেতারা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন তাঁরা।
১ ঘণ্টা আগে