Ajker Patrika

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১২: ৩৮
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক সাইফুল ইসলামের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার রাতে রোকনপুর সীমান্তের শূন্যরেখায় বিএসএফ সদস্যরা বিজিবির কাছে তাঁর লাশ হস্তান্তর করে।

এর আগে গত মঙ্গলবার রাতে গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হন সাইফুল ইসলাম। এ ঘটনায় আহত হন রাজু হোসেন নামের আরেক যুবক। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা দুজনই রাঁধারনগর ইউনিয়নের রোকনপুর ঠাকুরপুকুর গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবার ও বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার রাতে চার-পাঁচজনের একটি দল রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায়। এ সময় সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ২১৯-এর কাছে ভারতের অভ্যন্তরে বিএসএফের ১৫৯ ইটাভাটা ক্যাম্পের টহলরত সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালালে সাইফুল ঘটনাস্থলেই নিহত হন। পরে বিএসএফ সদস্যরা সাইফুলের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিজিবির পক্ষ থেকে নিখোঁজ সাইফুল ইসলামের বিষয়ে গত বুধবার বিএসএফের কাছে জানানো হয়েছিল। পরে বিএসএফ নিহত সাইফুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। গতকাল বৃহস্পতিবার রাতে লাশ হস্তান্তর করেছে। পরে রাতেই লাশ তাঁর পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত