Ajker Patrika

শ্বশুরবাড়ি থেকে তরুণীর মরদেহ উদ্ধার, বিচারের দাবিতে মানববন্ধন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১৩: ৪৪
শ্বশুরবাড়ি থেকে তরুণীর মরদেহ উদ্ধার, বিচারের দাবিতে মানববন্ধন

নাটোরের বড়াইগ্রামে তমা খাতুন (১৭) নামের এক তরুণীকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার পরিবারসহ এলাকাবাসী। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে উপজেলার চৌমুহনীতে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া তমার পরিবারের সদস্যরা আসামিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। তাঁরা বলেন, আসামিরা প্রভাবশালী হলেও তাঁরা যেন ধরাছোঁয়ার বাইরে না থাকে।

নিহত তমা ওই এলাকার তাইদুল ইসলামের মেয়ে এবং উপজেলার দিঘইর কান্দিপাড়া গ্রামের বাসিন্দা মাহবুব হোসেন মোল্লার (২১) স্ত্রী। গত ১৪ জুলাই বিকেলে তমার শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই দিন রাতেই তমার বাবা মাহবুব হোসেন মোল্লাসহ তিনজনকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বড়াইগ্রাম থানায় মামলা হয়। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, ছয় মাস আগে তমা খাতুন ও মাহবুব হোসেন ভালোবেসে পালিয়ে বিয়ে করে। প্রথম দিকে দুই পরিবারের বিয়েতে সম্মতি ছিল না। তবে কিছুদিন পর পরিবার বিষয়টি মেনে নেয়। বিয়ের পর থেকে তমা স্বামীর বাড়িতেই থাকত।

তমার মা গোলাপী বেগম মানববন্ধনে অভিযোগ করে বলেন, ‘বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য আমার মেয়েকে চাপ দিতে থাকে তারা। আমি ঘরে আসবাবপত্র কিনে দিয়েছিলাম। তার পরেও তারা আরও নগদ টাকার জন্য চাপ দিত। আমার স্বামী টাকা দিতে না পারায় তারা আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে।’

নিহতের বাবা তাইদুল ইসলাম বলেন, ‘ঘটনার পর থেকে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করে নাই। আমরা বারবার পুলিশকে জানানোর পরেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে আছে, যার ফলে আমরা ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কায় আছি।’

এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আশা করছি দ্রুতই আসামদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ছাঁটাই নিয়ে টেলিকম খাতে অস্থিরতা

নতুন গবেষণা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে ৩ সেনাপ্রধানসহ রাজনীতিবিদেরা

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুটের অভিযোগ

আশুলিয়া থানার ওসি প্রত্যাহার

ভারতীয় অভিনেত্রীর উন্মুক্ত বক্ষের দৃশ্যকে বাংলাদেশি তরুণীর ধর্ষণবিরোধী প্রতিবাদ বলে প্রচার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত