Ajker Patrika

কাহালুতে বগি লাইনচ্যুত, রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের একাংশের ট্রেন যোগাযোগ বন্ধ 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২৪, ২০: ২৯
কাহালুতে বগি লাইনচ্যুত, রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের একাংশের ট্রেন যোগাযোগ বন্ধ 

লালমনিরহাটগামী উত্তরবঙ্গ মেইল ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার বিকেলে ট্রেনটি বগুড়ার সান্তাহার জংশন স্টেশন থেকে ছেড়ে কাহালু স্টেশনের কাছে পৌঁছালে এটি লাইনচ্যুত হয়। তাতে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের একাংশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সান্তাহার পৌর শহরের দন্ত চিকিৎসক আমিনুল ইসলাম সুমন বলেন, ‘ওই ট্রেনের চতুর্থ বগিতে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে বগুড়া যাচ্ছিলাম। কাহালু রেলস্টেশনের কাছে পৌঁছালে ট্রেনটি লাইনচ্যুত হয়। কিছুক্ষণ অপেক্ষা করে বাধ্য হয়ে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বগুড়া রওনা হচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট সাজেদুর রহমান সাজু আজকের পত্রিকাকে বলেন, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী উত্তরবঙ্গ মেইল ট্রেনটি বেলা সাড়ে ৩টার দিকে কাহালু স্টেশনে ঢোকার সময় লাইনচ্যুত হয়। তাতে উত্তরবঙ্গ থেকে রাজধানী ঢাকার দিকে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ কারণে বগুড়া স্টেশনে দুটি আন্তনগর ট্রেন আটকা পড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত