Ajker Patrika

সিরাজগঞ্জে ট্রাক উল্টে যুবক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ট্রাক উল্টে যুবক নিহত

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক উল্টে আসলাম হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। 

গতকাল বুধবার রাত তিনটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত আসলাম হোসেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রক্ষগাছা ইউনিয়নের হামিন দামিন গ্রামের জামাল উদ্দিনের ছেলে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জামিল হাসান অনিক বলেন, রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকে থাকা আসলাম হোসেন নিহত হন। খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত