সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে টানা ১২ দিন যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যেকোনো সময় বিপৎসীমা অতিক্রম করতে পারে। পানি বৃদ্ধির ফলে প্রতিদিন প্লাবিত হচ্ছে চরাঞ্চলের নিম্নাঞ্চল। সেই সঙ্গে দেখা দিয়েছে নদীভাঙন। ভাঙনে বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। যমুনা নদীর পাশাপাশি অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বাড়তে শুরু করেছে। প্রতিদিন এভাবে পানি বৃদ্ধিতে দুশ্চিন্তায় রয়েছেন নদীপাড়ের মানুষজন।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহররক্ষা হার্ড পয়েন্ট এলাকায় ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে কাজীপুর উপজেলার মেঘাইঘাট পয়েন্টে ১৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
এ বিষয়ে চৌহালী উপজেলার চর আঙ্গারু গ্রামের নজরুল ইসলাম বলেন, ‘এক সপ্তাহ ধরে যমুনা নদীর পানি নতুন করে বাড়তে শুরু করেছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদীবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এতে বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে হয়ে যাচ্ছে।’
শাহজাদপুর উপজেলার জালালপুর গ্রামের শহিদুল ইসলাম ও কাসেম আলী জানান, এক সপ্তাহ ধরে ভাঙন হওয়ায় জালালপুর গ্রামে অন্তত ১৫টি বসতভিটা ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। এ ছাড়া প্রতিদিনই নদীর পাড় ভাঙছে। ভাঙন আতঙ্কে অনেকে ঘরবাড়ি নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।
আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আব্দুল লতিফ বলেন, যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ৩১ আগস্ট থেকে নদীর পানি বেড়েই চলেছে। ৩১ আগস্ট সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ২৩ সেন্টিমিটার, ১ সেপ্টেম্বর ৩১ সেন্টিমিটার, ২ সেপ্টেম্বর ৭ সেন্টিমিটার, ৩ সেপ্টেম্বর ৫২ সেন্টিমিটার, ৪ সেপ্টেম্বর ৩৬ সেন্টিমিটার, ৫ সেপ্টেম্বর ৩ সেন্টিমিটার, ৬ সেপ্টেম্বর ৬ সেন্টিমিটার, ৭ সেপ্টেম্বর ৮ সেন্টিমিটার, ৮ সেপ্টেম্বর ১৯ সেন্টিমিটার, ৯ সেপ্টেম্বর ৩২ সেন্টিমিটার, গতকাল শনিবার ২৭ সেন্টিমিটার ও আজ রোববার ১৩ সেন্টিমিটার পানি বেড়েছে। আজ পানি রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮৫ মিটার। যা বিপৎসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর বিপৎসীমা ধরা হয় ১৩ দশমিক ৩৫ মিটার।
অপরদিকে, যমুনা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় জেলার কাজীপুর, চৌহালী, শাহজাদপুর ও সদরের কিছু অংশে দেখা দিয়েছে নদীভাঙন। প্রতিদিনই ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রণজিৎ কুমার সরকার বলেন, ‘পাহাড়ি ঢলের কারণে ১০-১২ দিন ধরে যমুনা নদীতে পানি বেড়েই চলেছে। এতে নদীর নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। যমুনার পানি আরও ৩-৪ দিন বাড়তে পারে।’
সিরাজগঞ্জে টানা ১২ দিন যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যেকোনো সময় বিপৎসীমা অতিক্রম করতে পারে। পানি বৃদ্ধির ফলে প্রতিদিন প্লাবিত হচ্ছে চরাঞ্চলের নিম্নাঞ্চল। সেই সঙ্গে দেখা দিয়েছে নদীভাঙন। ভাঙনে বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। যমুনা নদীর পাশাপাশি অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বাড়তে শুরু করেছে। প্রতিদিন এভাবে পানি বৃদ্ধিতে দুশ্চিন্তায় রয়েছেন নদীপাড়ের মানুষজন।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহররক্ষা হার্ড পয়েন্ট এলাকায় ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে কাজীপুর উপজেলার মেঘাইঘাট পয়েন্টে ১৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
এ বিষয়ে চৌহালী উপজেলার চর আঙ্গারু গ্রামের নজরুল ইসলাম বলেন, ‘এক সপ্তাহ ধরে যমুনা নদীর পানি নতুন করে বাড়তে শুরু করেছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদীবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এতে বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে হয়ে যাচ্ছে।’
শাহজাদপুর উপজেলার জালালপুর গ্রামের শহিদুল ইসলাম ও কাসেম আলী জানান, এক সপ্তাহ ধরে ভাঙন হওয়ায় জালালপুর গ্রামে অন্তত ১৫টি বসতভিটা ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। এ ছাড়া প্রতিদিনই নদীর পাড় ভাঙছে। ভাঙন আতঙ্কে অনেকে ঘরবাড়ি নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।
আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আব্দুল লতিফ বলেন, যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ৩১ আগস্ট থেকে নদীর পানি বেড়েই চলেছে। ৩১ আগস্ট সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ২৩ সেন্টিমিটার, ১ সেপ্টেম্বর ৩১ সেন্টিমিটার, ২ সেপ্টেম্বর ৭ সেন্টিমিটার, ৩ সেপ্টেম্বর ৫২ সেন্টিমিটার, ৪ সেপ্টেম্বর ৩৬ সেন্টিমিটার, ৫ সেপ্টেম্বর ৩ সেন্টিমিটার, ৬ সেপ্টেম্বর ৬ সেন্টিমিটার, ৭ সেপ্টেম্বর ৮ সেন্টিমিটার, ৮ সেপ্টেম্বর ১৯ সেন্টিমিটার, ৯ সেপ্টেম্বর ৩২ সেন্টিমিটার, গতকাল শনিবার ২৭ সেন্টিমিটার ও আজ রোববার ১৩ সেন্টিমিটার পানি বেড়েছে। আজ পানি রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮৫ মিটার। যা বিপৎসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর বিপৎসীমা ধরা হয় ১৩ দশমিক ৩৫ মিটার।
অপরদিকে, যমুনা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় জেলার কাজীপুর, চৌহালী, শাহজাদপুর ও সদরের কিছু অংশে দেখা দিয়েছে নদীভাঙন। প্রতিদিনই ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রণজিৎ কুমার সরকার বলেন, ‘পাহাড়ি ঢলের কারণে ১০-১২ দিন ধরে যমুনা নদীতে পানি বেড়েই চলেছে। এতে নদীর নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। যমুনার পানি আরও ৩-৪ দিন বাড়তে পারে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৬ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৭ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৭ ঘণ্টা আগে