পাবনা প্রতিনিধি
দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রঘোষিত অবস্থান কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এতে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ ১০ আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা শহরের বড় ব্রিজের পাশে লতিফ টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
বিএনপির নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গোপালপুরে জেলা বিএনপির নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের পাওয়ার হাউসপাড়ায় বিদ্যুৎ অফিসের দিকে রওনা হন। কিন্তু পথে বড় ব্রিজের মাথায় পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের বাগ্বিতণ্ডা হয়। পরে বড় ব্রিজের পাশে ঘোড়া স্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি।
এদিকে একই সময়ে পাবনা জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম সোহেলের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা ট্রাফিক মোড়ে অবস্থান নেন। বিএনপির নেতা-কর্মীরা সমাবেশ শেষে ফেরার পথে লতিফ টাওয়ার সামনে আসলে সেখানে অবস্থান নেওয়া ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান ১০ আহত হন। ইয়ামিন খান ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিএনপির নেতা-কর্মীরা ঘটনার সময় আত্মরক্ষার জন্য পাশের লতিফ টাওয়ার মার্কেটে গেলে সেখানেও ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। এ সময় শহরজুড়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। দোকানপাট বন্ধ হয়ে যায়। হামলার সময় পুলিশের বিপুল পরিমাণ সদস্য উপস্থিত থাকলেও তাঁদের কোনো ভূমিকা নিতে দেখা যায়নি। ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা চলে যাওয়ার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
এ বিষয়ে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। এ সময় আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালিয়েছে। পুলিশ বাহিনীর উপস্থিতিতেই নারকীয় হামলা চালানো হয়। এতে আমাদের জেলা আহ্বায়কসহ বেশ কয়েকজন আহত হন। আমাদের নেতা-কর্মীরা দোকানপাটে লুকিয়ে পড়লেও তাদের ওপর তাণ্ডব চালানো হয়।’
তবে হামলা করার বিষয়টি অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল বলেন, ‘আমাদেরও শান্তি সমাবেশ চলছিল। এ সময় বিএনপির নেতা-কর্মীরা সেখানে হামলা চালানোর পরিকল্পনা নিয়ে এগিয়ে আসে। তখন পথে নেতা-কর্মীরা তাদের প্রতিহত করেছে মাত্র। বিরোধী কারোর ওপর হামলা চালানোর নির্দেশনা নাই।’
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডি এম হাসিবুল বেনজীর আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগের শান্তি সমাবেশের পাশ দিয়ে বিএনপি নেতা-কর্মীরা যাওয়ার সময় একটা হট্টগোল হয়েছে। কোনো হামলা হয়েছে কি না আমাদের জানা নেই। আমরা তদন্তের পর জানাতে পারব।’
এদিকে ঘটনার পর বেলা ৩টার দিকে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, ‘দেশে গণতন্ত্র বলে কিছুই নেই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশ থেকে গণতন্ত্র বিদায় নিয়েছে। আমাদের শান্তিপূর্ণ সমাবেশ শেষ করার পর আওয়ামী লীগের হামলা পরিকল্পিত।’
হাবিব আরও বলেন, ‘পুলিশ বাহিনী যেন নিরপেক্ষভাবে তদন্ত করে হামলাকারীদের গ্রেপ্তার করে। তা না হলে এ হামলার হিসাব দিতে হবে। আমাকেসহ নেতা-কর্মীদের ওপর হাত তোলা হয়েছে। একদিন এ সরকার থাকবে না। সেদিন সব হিসেব বুঝিয়ে দেওয়া হবে।’
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহ্বায়ক নুর মাসুম বগাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রঘোষিত অবস্থান কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এতে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ ১০ আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা শহরের বড় ব্রিজের পাশে লতিফ টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
বিএনপির নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গোপালপুরে জেলা বিএনপির নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের পাওয়ার হাউসপাড়ায় বিদ্যুৎ অফিসের দিকে রওনা হন। কিন্তু পথে বড় ব্রিজের মাথায় পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের বাগ্বিতণ্ডা হয়। পরে বড় ব্রিজের পাশে ঘোড়া স্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি।
এদিকে একই সময়ে পাবনা জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম সোহেলের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা ট্রাফিক মোড়ে অবস্থান নেন। বিএনপির নেতা-কর্মীরা সমাবেশ শেষে ফেরার পথে লতিফ টাওয়ার সামনে আসলে সেখানে অবস্থান নেওয়া ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান ১০ আহত হন। ইয়ামিন খান ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিএনপির নেতা-কর্মীরা ঘটনার সময় আত্মরক্ষার জন্য পাশের লতিফ টাওয়ার মার্কেটে গেলে সেখানেও ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। এ সময় শহরজুড়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। দোকানপাট বন্ধ হয়ে যায়। হামলার সময় পুলিশের বিপুল পরিমাণ সদস্য উপস্থিত থাকলেও তাঁদের কোনো ভূমিকা নিতে দেখা যায়নি। ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা চলে যাওয়ার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
এ বিষয়ে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। এ সময় আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালিয়েছে। পুলিশ বাহিনীর উপস্থিতিতেই নারকীয় হামলা চালানো হয়। এতে আমাদের জেলা আহ্বায়কসহ বেশ কয়েকজন আহত হন। আমাদের নেতা-কর্মীরা দোকানপাটে লুকিয়ে পড়লেও তাদের ওপর তাণ্ডব চালানো হয়।’
তবে হামলা করার বিষয়টি অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল বলেন, ‘আমাদেরও শান্তি সমাবেশ চলছিল। এ সময় বিএনপির নেতা-কর্মীরা সেখানে হামলা চালানোর পরিকল্পনা নিয়ে এগিয়ে আসে। তখন পথে নেতা-কর্মীরা তাদের প্রতিহত করেছে মাত্র। বিরোধী কারোর ওপর হামলা চালানোর নির্দেশনা নাই।’
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডি এম হাসিবুল বেনজীর আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগের শান্তি সমাবেশের পাশ দিয়ে বিএনপি নেতা-কর্মীরা যাওয়ার সময় একটা হট্টগোল হয়েছে। কোনো হামলা হয়েছে কি না আমাদের জানা নেই। আমরা তদন্তের পর জানাতে পারব।’
এদিকে ঘটনার পর বেলা ৩টার দিকে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, ‘দেশে গণতন্ত্র বলে কিছুই নেই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশ থেকে গণতন্ত্র বিদায় নিয়েছে। আমাদের শান্তিপূর্ণ সমাবেশ শেষ করার পর আওয়ামী লীগের হামলা পরিকল্পিত।’
হাবিব আরও বলেন, ‘পুলিশ বাহিনী যেন নিরপেক্ষভাবে তদন্ত করে হামলাকারীদের গ্রেপ্তার করে। তা না হলে এ হামলার হিসাব দিতে হবে। আমাকেসহ নেতা-কর্মীদের ওপর হাত তোলা হয়েছে। একদিন এ সরকার থাকবে না। সেদিন সব হিসেব বুঝিয়ে দেওয়া হবে।’
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহ্বায়ক নুর মাসুম বগাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং জহুরুল হক বিমান ঘাঁটিতে জ্বালানি তেল সরবরাহের জন্য পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী আগস্ট মাসে এই পাইপলাইনের কমিশনিং হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এই প্রকল্পের প্রকল্প পরিচালক ও পদ্মা অয়েল কোম্পানির সহকারী...
৩ ঘণ্টা আগেসাতক্ষীরায় মরিচ্চাপ নদীর ওপর নির্মিত সাতটি সেতু ধসে পড়েছে। এতে সদর ও আশাশুনি উপজেলার অন্তত ২৫টি গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, সেতুর নিচ দিয়ে অপরিকল্পিতভাবে নদী খনন এবং নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করায় এমন বিপর্যয় ঘটেছে।
৩ ঘণ্টা আগেপঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাসেবা চলছে পরিত্যক্তঘোষিত এক ভবনে। সেখানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জানা গেছে, ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি ভবনটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেটিতে এখনো রোগী ভর্তি ও চিকিৎসা কার্যক্রম চলছে।
৩ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুর এবং কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মোট ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদও শূন্য। অবসর, মৃত্যু ও মামলার কারণে এই পদগুলো শূন্য হয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এতে জোড়াতালি দিয়ে কোনোরকমে...
৩ ঘণ্টা আগে