তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের তাড়াশে সুফলভোগী পুকুরের সদস্য করা নিয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার (৩১ মে) দুপুরে তাড়াশ পৌর সদরের ভাদাস গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন ভাদাস গ্রামের মনিরুল ইসলাম (৩৫), আলহাজ আলী (৩৫), জোবায়ের হোসেন (২৭), মামুন হোসেন (২৭) ও খয়বর আলী (৪৫), মাসুদ রানা (৩২) ও মিলন হোসেন (২৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, তাড়াশ পৌর সদরের ভাদাস পশ্চিমপাড়ায় অবস্থিত নিমগাছী সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় ঝিনাইপুকুর ও মাইঠাল দীঘি নামে দুটি পুকুর রয়েছে। সেই পুকুরের ভূমিহীন ও পুকুরপাড়ের বাসিন্দাদের নিয়ে ভাদাস পশ্চিমপাড়ার বাসিন্দা ও সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন একটি সুফলভোগীদের তালিকা তৈরি করে উপজেলা মৎস্য অফিসে জমা দেন।
অপর দিকে একই গ্রামের বাসিন্দা ও পৌর স্বেচ্ছাসেবক দলের মাসুদ রানা তাঁর লোকজন নিয়ে আরেকটি তালিকা জমা দেন।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে শনিবার সকাল ১০টার দিকে দুপক্ষের ধস্তাধস্তি হয়। পরে বেলা ২টার দিকে উভয় পক্ষের সংঘর্ষ বাধে। এতে দুপক্ষের কমপক্ষের ১০ আহত হয়।
এ প্রসঙ্গে সোহাগ হোসেন বলেন, ‘আমরা ভূমিহীন ও পুকুরপাড়ের লোকজন নিয়ে সদস্য করে দুই মাস যাবৎ ভোগদখল করছি। কিন্তু আজ মাসুদ গ্রুপের লোকজন আমাদের পূর্বপরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়েছে।’
অপর দিকে মাসুদ রানা বলেন, ‘তারা আমাদের অন্যায়ভাবে মারধর করে আহত করেছে। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরবর্তীকালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিরাজগঞ্জের তাড়াশে সুফলভোগী পুকুরের সদস্য করা নিয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার (৩১ মে) দুপুরে তাড়াশ পৌর সদরের ভাদাস গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন ভাদাস গ্রামের মনিরুল ইসলাম (৩৫), আলহাজ আলী (৩৫), জোবায়ের হোসেন (২৭), মামুন হোসেন (২৭) ও খয়বর আলী (৪৫), মাসুদ রানা (৩২) ও মিলন হোসেন (২৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, তাড়াশ পৌর সদরের ভাদাস পশ্চিমপাড়ায় অবস্থিত নিমগাছী সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় ঝিনাইপুকুর ও মাইঠাল দীঘি নামে দুটি পুকুর রয়েছে। সেই পুকুরের ভূমিহীন ও পুকুরপাড়ের বাসিন্দাদের নিয়ে ভাদাস পশ্চিমপাড়ার বাসিন্দা ও সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন একটি সুফলভোগীদের তালিকা তৈরি করে উপজেলা মৎস্য অফিসে জমা দেন।
অপর দিকে একই গ্রামের বাসিন্দা ও পৌর স্বেচ্ছাসেবক দলের মাসুদ রানা তাঁর লোকজন নিয়ে আরেকটি তালিকা জমা দেন।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে শনিবার সকাল ১০টার দিকে দুপক্ষের ধস্তাধস্তি হয়। পরে বেলা ২টার দিকে উভয় পক্ষের সংঘর্ষ বাধে। এতে দুপক্ষের কমপক্ষের ১০ আহত হয়।
এ প্রসঙ্গে সোহাগ হোসেন বলেন, ‘আমরা ভূমিহীন ও পুকুরপাড়ের লোকজন নিয়ে সদস্য করে দুই মাস যাবৎ ভোগদখল করছি। কিন্তু আজ মাসুদ গ্রুপের লোকজন আমাদের পূর্বপরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়েছে।’
অপর দিকে মাসুদ রানা বলেন, ‘তারা আমাদের অন্যায়ভাবে মারধর করে আহত করেছে। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরবর্তীকালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দরে যাওয়ার রাস্তাটিতে খানাখন্দ সৃষ্টি হওয়ায় চরম জনদুর্ভোগ দেখা দিয়েছে। জানা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কে টানা কয়েকদিনের বৃষ্টিতে খানাখন্দ সৃষ্টি হয়। এতে করে
৪ ঘণ্টা আগেদিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জুলাই অভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাস্তি পাচ্ছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এসব হামলার তদন্তে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সুপারিশ করা ১০২ জনের শাস
৪ ঘণ্টা আগেময়মনসিংহে নির্মিত হচ্ছে বহুল প্রত্যাশিত হাই-টেক পার্ক। তবে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের জেরে গত বছরের ৫ আগস্টের পর থমকে যায় প্রকল্পের কাজ। সাত মাস বন্ধ থাকার পর এখন ধীরগতিতে চলছে পার্কটির নির্মাণ। ইতিমধ্যে এক দফা প্রকল্পের মেয়াদ বাড়ানোর পর আরেক দফা বৃদ্ধির আবেদন করা হয়েছে। তবে পুরোদমে কাজ শুরু করা না
৪ ঘণ্টা আগেএকপশলা বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয় বেনাপোল স্থলবন্দরে। টানা বৃষ্টি হলে তো কথাই নেই। পণ্যাগারে পানি ঢুকে নষ্ট হয় শত শত কোটি টাকার আমদানি পণ্য। ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা, ভোগান্তি বাড়ে শ্রমিকদের।
৪ ঘণ্টা আগে